মোহনবাগানের নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত এল কার্যকরী কমিটির বৈঠকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি বছরের শুরু থেকে মোহনবাগান ক্লাব সরগরম হতে শুরু করেছে নির্বাচন নিয়ে। সেই নিয়ে সোমবার দুপুরে কার্যকরী কমিটির বৈঠক বসে। সেখানে নির্বাচন নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে ঠিক হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে নির্বাচনের জন্য যে ৫ সদস্যের কমিটি তৈরি করা হয়েছে, সেই কমিটির হাতে আগামী ২০ মার্চ সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হবে। সেই কমিটিই নির্বাচনের যাবতীয় সময় ও দিন নির্ধারণ করবে এবং নির্বাচনের যাবতীয় সিদ্ধান্ত নেবে।
ক্লাব তাঁবুতে হওয়া এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত সহ সহ সভাপতি কুণাল ঘোষ, সৌমিক বসু, প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি ও মানস ভট্টাচার্য সহ কার্যকরী কমিটির সদস্যরা। এছাড়া ক্লাব তাঁবুতে ছিলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুও। আগামী ২০ মার্চ নির্বাচন নিয়ে পরবর্তী বৈঠক হবে, যেখানে অসীম রায়ের নেতৃত্বাধীন নির্বাচনী বোর্ডকে দায়িত্ব দেওয়া হবে।