এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তৃতীয় দিনে যখন ১৬৪ রানে ৫ উইকেট স্কোর নিয়ে নামেন ভারতের দুই ব্যাটার রবীন্দ্র জাদেজা ও ঋষভ পন্থ, তখন ভারতীয় সমর্থক থেকে শুরু করে ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন, বড় পার্টনারশিপ গড়ে বিপদ থেকে বাঁচাবেন এই জুটি। কিন্তু ভুল স্কুপ শট খেলতে গিয়ে স্কট বোল্যান্ডকে উইকেট উপহার দিয়ে দেন পন্থ।
আর পন্থের এমন আউট দেখে ধারাভাষ্যে থাকা সুনীল গাভাস্কার ক্ষোভে ফুটতে থাকেন। পন্থ আউট হওয়ার পরেই গাভাস্কার চেঁচিয়ে বলতে থাকেন, "স্টুপিড, স্টুপিড, স্টুপিড।"
এরপর গাভাস্কার ক্ষোভের সুরে বলেন, "ঐ জায়গায় দুজন ফিল্ডার রয়েছে, আর তারপরেও ওনাকে সেই শট খেলতে হয়েছে, যেখানে উনি সেই শটটাই খেলতে গিয়ে মিস করলেন। আর দেখুন কোথায় গিয়ে ক্যাচ আউট হল। ডিপ থার্ডম্যানে গিয়ে আউট হল। এটা হল উইকেট ছুঁড়ে দিয়ে আসা, যা ভারতের এই পরিস্থিতিতে করা একেবারেই উচিত নয়। আপনাকে পরিস্থিতি বুঝতে হবে। আপনি কখনই বলতে পারেন না এটা আপনার স্বাভাবিক খেলা। আমায় ক্ষমা করবেন, এটা আপনার স্বাভাবিক খেলা নয়। এটা জঘন্য শট। এতে আপনি আপনার দলকে বাজেভাবে ডোবালেন।"