এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় ব্যাটিংয়ের রথী মহারথীরা যখন ব্যর্থ, তখনই পুষ্পা অবতারে টিম ইন্ডিয়াকে ভরসা যোগাচ্ছেন নীতীশ কুমার রেড্ডি। তৃতীয় দিনের শেষে তিনি অপরাজিত ১০৫ রানে।
মহম্মদ সিরাজকে সঙ্গে নিয়ে টেস্ট কেরিয়ারের প্রথম শতরান করলেন নীতীশ কুমার রেড্ডি।অস্ট্রেলিয়ার মাটিতে তৃতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি নীতীশের। টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে সর্বকনিষ্ঠ ভারতীয় ক্রিকেটার হিসেবে শতরান রয়েছে শচীনের। তালিকায় দুইয়ে ঋষভ পন্থ।
আসন্ন আইপিএলে হায়দরাবাদের হয়ে খেলবেন রেড্ডি। ভারতীয় ক্রিকেটে কতগুলো প্রজন্ম যেন এভাবেই তৈরি রয়েছে, তার এক উদাহরণ নীতীশ কুমার রেড্ডি। প্রথম বিদেশ সফর, একটা আনকরা পরিবেশ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এরকম একটা জায়গায় খেলা এবং বুক চিতিয়ে লড়াই প্রমাণ করল আবার "পুষ্পা ঝুঁকেগা নেহি। ফুল নয় আগুন।"
এই ধারাবাহিকতাটা বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের শাসন যে এখনও জারি তারই কার্যত ইঙ্গিত দিয়ে রাখলেন নীতিশ কুমার রেড্ডি। যদিও বিরাট-রোহিতদের অফ ফর্ম সিরিজে একটা সমস্যার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম তৈরি রয়েছে, রাজত্ব জারি থাকবে ভারতীয় ক্রিকেটের পুষ্পা ঝুঁকেবে না কোনদিন। সেলিব্রেশনের মাধ্যমে তারই ইঙ্গিত দিলেন নীতিশ কুমার রেড্ডি।