এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব দাবায় ম্যাগনাস কার্লসেন অন্যতম বড় নাম। কিন্তু সেই কার্লসেনকে এবার অদ্ভুত কারণে বহিষ্কৃত করল আন্তর্জাতিক দাবা ফেডারেশন। কিন্তু কেন? শুধুমাত্র জিন্সের প্যান্ট পরার জন্য বিশ্ব র্যাপিড ও ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বহিষ্কৃত হন কার্লসেন।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিউ ইয়র্কে হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন কার্লসেন। কিন্তু আন্তর্জাতিক দাবা ফেডারেশনের একটি নির্দিষ্ট ড্রেস্ক কোড রয়েছে, যার অন্যতম হল জিন্সের কাপড় না পরা। সেটি উলঙ্ঘন করার জন্য কার্লসেনকে পোশাক পাল্টানোর জন্য নির্দেশ দিয়েছিলেন আয়োজকরা, কিন্তু তা না মানায় প্রতিযোগিতা থেকে বহিষ্কৃত হন কার্লসেন।
এই নিয়ে কার্লসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আমি বলেছিলাম পরের দিন আমি পোশাক বদলে আসব, কিন্তু ওরা জানায় যে আমায় এখনও পাল্টাতে হবে। ফলে বিষয়টি সম্মানের জায়গায় চলে আসে এবং এই পরিস্থিতি তৈরি হয়েছে। সত্যি বলতে গেলে, এই বিষয় নিয়ে ভাবার সময় নেই আমার। যদি ওরা এমনটা চায় তবে তাই হোক।"
বহিষ্কারের পাশাপাশি কার্লসেনকে ২০০ মার্কিন ডলার জরিমানাও করে ফেডারেশন। যদিও কার্লসেন একাই নন, এই প্রতিযোগিতায় আরও এক দাবাড়ু ইয়ান নেপোমনিয়াচ্চিকেও একই অপরাধের জন্য জরিমানার শাস্তি দেওয়া হয়েছিল। তবে তিনি তৎক্ষণাৎ পোশাক পাল্টে ফেলায় বহিষ্কৃত হননি।