এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার ইনিংসের ৩৪তম ওভারের দ্বিতীয় বলে ট্রাভিস হেডকে ফিরিয়ে ২০০তম টেস্ট উইকেটের মালিক জসপ্রীত বুমরাহ। স্যাম কনস্টাসকে বোল্ড করে টেস্টে ১৯৯তম উইকেটটি সুনিশ্চিত করেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসে নিজের ১১তম ওভারে দিলেন জোড়া ধাক্কা।
জসপ্রীত ৪৪টি টেস্টের ৮৫টি ইনিংসে বল করে সাকুল্যে ২০০ উইকেটের মাইলস্টোন টপকান। টেস্ট সংখ্যার নিরিখে জাদেজার সঙ্গে যুগ্মভাবে ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। ভারতের হয়ে টেস্টে দ্রততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের দখলে। অশ্বিন ভারতের হয়ে সব থেকে কম ৩৭টি টেস্টে মাঠে নেমে ২০০টি উইকেট সংগ্রহ করেন।
সব থেকে কম টেস্টে ২০০ উইকেট নেওয়া ভারতীয় বোলাররা
১. রবিচন্দ্রন অশ্বিন- ৩৭টি টেস্টে।
২. রবীন্দ্র জাদেজা- ৪৪টি টেস্টে।।
৩. জসপ্রীত বুমরাহ- ৪৪টি টেস্টে।
৪. হরভজন সিং- ৪৬টি টেস্টে।
৬. অনিল কুম্বলে- ৪৭টি টেস্টে।