Photo-X
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) চতুর্থ টেস্টের শেষ দিনে যশস্বী জয়সওয়ালের বিতর্কিত আউট নিয়ে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকার।
শর্ট লেন্থের একটি বল লেগ সাইড দিয়ে যাওয়ার সময় পুল করার চেষ্টা করেন জয়সওয়াল। কিন্তু বলটি তার ব্যাটের পাশ থেকে যাওয়ার সময় সামান্য গতিপথ পরিবর্তন করে, যা দেখে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা জোরালো আবেদন জানায়। তবে, অন-ফিল্ড আম্পায়ার জোয়েল উইলসন আউটের সিদ্ধান্ত দেননি। এরপর অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স ডিআরএসের সিদ্ধান্ত নেন।
তৃতীয় আম্পায়ার, বাংলাদেশের শরফুদ্দৌলা সাইফুদ্দিন, বলের গতিপথ দেখে সন্তুষ্ট হন এবং উইলসনকে তার সিদ্ধান্ত বদলানোর পরামর্শ দেন। যদিও, সেই সময় "স্নিকো মিটার" বলের সংস্পর্শে কোনো স্পাইক দেখায়নি। এর পর জয়সওয়াল দীর্ঘ সময় ধরে আম্পায়ারের সঙ্গে কথাবার্তা চালিয়ে যান এবং শেষে আউট হয়ে মাঠ ছাড়েন।
ঘটনার পর চ্যানেল ৭-এর ধারাভাষ্যের সময় ক্ষোভ প্রকাশ করেন গাভাসকার। তিনি বলেন, “যদি প্রযুক্তির প্রমাণ নেওয়া না হয়, তাহলে সেই প্রযুক্তির ব্যবহারই বা কেন? এটি ভারতীয় দলের পক্ষ থেকে অবশ্যই একটি বড় প্রশ্ন।”
????️ "If the evidence of the technology is not to be taken, why have it at all? That is something that would definitely be the query as far as the Indians are concerned."
— 7Cricket (@7Cricket) December 30, 2024
- Sunil Gavaskar on the Jaiswal DRS call #AUSvIND pic.twitter.com/Xv6f9VlysM
তিনি আরও যোগ করেন, “হ্যাঁ, বলটি গ্লাভস ছুঁতে পারে, কিন্তু এখানে একটি ভ্রমও হতে পারে। নতুন বলের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, বল ব্যাটের কাছে আসে এবং পরে গতিপথ পরিবর্তন করে, যা অপটিক্যাল ইলিউশন তৈরি করতে পারে।”
ভারত চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮৪ রানে পরাজিত হয় এবং বর্ডার-গাভাস্কার ট্রফিতে ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ে। ৩৪০ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে ভারত পঞ্চম দিনে ৭৯.১ ওভারে ১৫৫ রানে অলআউট হয়।
যশস্বী জয়সওয়াল (২০৮ বলে ৮৪ রান) একমাত্র উল্লেখযোগ্য প্রতিরোধ গড়ে তোলেন এবং ম্যাচে তাঁর দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন। দ্বিতীয় সেশনে জয়সওয়াল এবং ঋষভ পন্থ (১০৪ বলে ৩০ রান) ভারতকে ১১২/৩ পর্যন্ত নিয়ে যান। তবে, পন্থের আউট হওয়ার পর ম্যাচের দখল নিয়ে নেয় অস্ট্রেলিয়া।