দিনে কত লিটার দুধ খান মহেন্দ্র সিং ধোনি? মজার জবাব দিলেন খোদ মাহি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একটা সময়ে মিথ হিসেবে শোনা যেত, দিনে ৫ লিটার দুধ খাওয়ার কারণে এত বড় বড় ছক্কা হাঁকান মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সত্যিই কি দিনে ৫ লিটার দুধ খান মাহি? জবাব দিলেন নিজেই।
একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন ভারত অধিনায়ক হেসে উত্তর দিয়ে বলেন, "৫ লিটার! এত বেশি দুধ খাওয়া আমার কেন, কারোর পক্ষেই সম্ভব নয়। তবে আমি রোজ দুধ খেতাম, কিন্তু গোটা দিনে ১ লিটার করে।"
এদিকে শোনা যেত, ওয়াশিং মেশিনে লস্যি বানিয়ে সেটি খেতেন ধোনি। এক সময়ে দুধের এক সংস্থার বিজ্ঞাপনে দেখা যেত ধোনিকে, যার পরে এই গুঞ্জনগুলি আরও ছড়িয়েছে। এই নিয়ে ধোনি বলেছেন, "সত্যি কথা বলতে গেলে, আমি লস্যিই খাই না।"