তিরষ্কারের বদলা ২ সেকেন্ডের হ্যান্ডশেক! গোয়েঙ্কাকে গত বছরের জবাব রাহুলের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার রাতে লখনউয়ের তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর একানা স্টেডিয়ামের তাপমাত্রা ছিল তার থেকেও বেশি। কারণ গত বছরের সেই বিতর্কিত ঘটনার পর প্রথমবার মুখোমুখি হয়েছিলেন কেএল রাহুল ও সঞ্জীব গোয়েঙ্কা। আর সেই মিলনটা খুব একটা সুখকর হল না, তা বলাই যায়।
মঙ্গলবার কেএল রাহুলের দুরন্ত অর্ধশতরানে লখনউ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারাল দিল্লি ক্যাপিটালস। অর্ধশতরান করার পর যেভাবে ব্যাট তুলে গোটা একানা স্টেডিয়ামের গ্যালারিকে দেখিয়ে গেলেন রাহুল, বুঝিয়ে দিচ্ছিলেন, তিনি এখনও ফুরিয়ে যাননি। অন্য দিকে ভিআইপি বক্সে দাঁড়িয়ে সেটি দেখে গেলেন লখনউ কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।
কিন্তু আসল ঘটনা ঘটেছিল ম্যাচের পরে। ম্যাচের পর হাসিমুখে রাহুলের সাথে করমর্দন করতে এগিয়ে আসেন সঞ্জীব গোয়েঙ্কা, জবাবে পাল্টা হ্যান্ডসেক করেন রাহুলও। তবে কোনওরকমে ২ সেকেন্ড মত হ্যান্ডশেক করে চলে যান রাহুল, একপ্রকার অপ্রস্তুতে কোনওরকমে মুখে হাসি বজায় রাখেন লখনউ কর্ণধার।
গত বছর সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০ উইকেটে পরাজয়ের পর মাঠের মধ্যে রাহুলকে তিরষ্কার করেছিলেন গোয়েঙ্কা, যা নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। এরপর রাহুলের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছিলেন গোয়েঙ্কা, কিন্তু বোঝাই গিয়েছিল, লখনউয়ে থাকতে চাইছিলেন না রাহুল। যার ফলে মেগা নিলামে ২৭ কোটি টাকার রেকর্ড অর্থ নিয়ে ঋষভ পন্থকে সই করিয়েছিল লখনউ, আর ১৪ কোটি টাকায় রাহুলকে সই করাল দিল্লি।