আন্তর্জাতিক টেনিসে বড় জয় ভারতের, মূল ভূমিকায় বঙ্গতনয়া আকাঙ্খা ঘোষ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশনের জে ৩০ প্রতিযোগিতার ডাবলস ইভেন্টে জয়ী ভারতের জুটি আকাঙ্খা ঘোষ ও আর্জান খোরাকিওয়ালা। কলম্বোয় আয়োজিত হওয়া জুনিয়র পর্যায়ের এই প্রতিযোগিতায় আকাংশা-আর্জান ফাইনালে হারায় জাপানের ইশিদা হারি ও কোরিয়ার গাইন লি-কে। ৬-৪, ০-৬, ১০-২ ফলে হারায় তাদের।
প্রতিযোগিতার শুরু থেকেই দাপটে খেলছিল ভারতের এই জুটি৷ প্রথম রাউন্ডে শ্রীলঙ্কার ইয়োহানসা ও চীনের মিংজির জুটিকে ৬-৪, ৬-৩ ফলে হারায়। এরপর কোয়ার্টার ফাইনালে চীনা জুটি কেন ও জুওকে হারায় ৬-৪, ৬-৩ ফলে। আর সেমি ফাইনালে জাপানি জুটি সৌনা ও মেইকে পরাজিত করে ৬-৪, ৬-০ ফলে।