এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইপিএল ২০২৪-এ সানরাইজার্স হায়দরাবাদ কাছে লখনউ সুপার জায়ান্টসের হারের পর কেএল রাহুল এবং দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার মধ্যে বিতর্কিত দৃশ্যগুলি নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। ঘটনাটি, ম্যাচ-পরবর্তী সময়ে ক্যামেরায় ধরা পড়ে। দলের ক্যাপ্টেন এবং মালিকের মধ্যে একটি উত্তপ্ত কথপোকথন যা বিতর্কের সৃষ্টি করে।
এই উত্তপ্ত কথপোকথন ক্রিকেটের আলোচনার মূল বিষয় হয়ে ওঠে। তবে এবার ঋষভ পন্থও স্বীকার করেছেন যে যখন একটি দল হারের সম্মুখীন হলে তখন এই ধরনের কথা আদান-প্রদান হয়েই থাকে। যদিও তিনি স্বীকার করেছেন যে নির্দিষ্টভাবে ওই ঘটনাটি কী ঘটেছিল তা নিশ্চিত নন।
ইন্ডিয়া টিভিতে 'আপ কি আদালত'-এর একটি পর্বে সাক্ষাৎকার দেওয়ার সময় পন্থকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি আসলে বুঝতে পারিনি ওই পরিস্থিতিতে কী ঘটেছে। তবে আপনি যখন একটি ম্যাচ হারেন, তখন ম্যানেজমেন্টের সঙ্গে সেই নিয়ে কথোপকথন হয়েই থাকে। কিন্তু আমি নিশ্চিত নই যে ওই ঘটনাটি কী ঘটেছিল, আমি ঘটনাটি সামনাসামনি দেখিনি, আমি দেখলে হয়তো উত্তর দিতে পারতাম।"
অর্থাৎ পন্থের স্পষ্ট মন্তব্য আইপিএলে বড় ম্যাচ গুলিতে খেলোয়াড়দের খারাপ পারফরম্যান্স হলে টিম ম্যানেজমেন্টের চাপের মুখোমুখি হয়।