Photo-ISL
এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ নতুন মরশুমে প্রথম অ্যাওয়ে ম্যাচেই মুখ থুবড়ে পরল জোসে মোলিনার মোহনবাগান। কান্তিরাভা স্টেডিয়ামে ৩-০ ফলাফলে পরাজিত মোহনবাগান। বাংলার অন্যতম দুই প্রধানের মধ্যে লড়াই চলছে হতশ্রী ফুটবল খেলার। এবং দুই স্প্যানিশ কোচের পরিকল্পনায় হতাশ এবং ক্ষুব্ধ সমর্থকেরা।
প্রতিদিনের মতো এদিনও প্রথম একাদশে পরিবর্তন করেন মোলিনা। লিস্টন এবং অনিরুদ্ধ থাপাকে বসিয়ে দেন তিনি। শুরু থেকে খেলেন কামিংস এবং অভিষেক। তবে গতমরশুমের নজর কারা অভিষেক এই মরশুমে অতীতের ছায়া মাত্র।
শুরু থেকেই মাঝমাঠে ফাঁকা জায়গা দেওয়ার খেসারত দিতে হল মোহনবাগানকে। ৯ মিনিটে গোল করে বেঙ্গালুরুকে এগিয়ে দেন এডগার মেন্ডেজ। ২০ মিনিটে দ্বিতীয় গোল সুরেশ সিংয়ের। অন্যদিকে গোলের কাছাকাছিও পৌছাতে ব্যর্থ হন দিমিত্রি-কামিংস-গ্রেগ ত্রয়ী। প্রথমার্ধের শেষে খেলার ফলাফল বেঙ্গালুরু পক্ষে ২-০।
দ্বিতীয়ার্ধে সাহালকে নামিয়ে দেন মোলিনা কিন্তু তিনিও মিনিট দশেক খেলেই চোটের কারণে মাঠ ছাড়তে বাধ্য হন। তার পরিবর্তে নামেন অনিরুদ্ধ। সঙ্গে নামেন লিস্টন।
অন্যদিকে গত ম্যাচে গোল করা দীপ্পেন্দু এদিন ভালো খেলতে পারেননি। পেনাল্টি উপহার দিয়ে বসেন বেঙ্গালুরুকে। পেনাল্টি স্পট থেকে গোল করতে ভোলেননি সুনীল ছেত্রী। ৩ গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু। আইএসএল-এর ইতিহাসে ৬৪ তম গোলটি করে সর্বকালের আইএসএলের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান সুনীল।
ডুরান্ড কাপের বদলাপূরণ হয় বেঙ্গালুরুর। ৩-০ ফলাফলে জেতে সুনীলের দল। আরও বড় ব্যবধানে জিততে পারতো বেঙ্গালুরু তবে বিশাল কাইথের অনবদ্য কয়েকটি সেভ লজ্জার হাত থেকে বাঁচায় সবুজ মেরুন ব্রিগেডকে। অন্যদিকে জেমি ম্যাকলারেন সুহেলদের পরিবর্ত ফুটবলার হিসাবে নামিয়েও ব্যবধান কমাতে ব্যর্থ হয় মোলিনার দল।