এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর কয়েক দিন বাদে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স ২০২৪, আর সেখানে বিভিন্ন ইভেন্টে ভারতকে প্রতিনিধিত্ব করবেন অসংখ্য ক্রীড়াবিদ। তবে এরই মাঝে এমন একজন রয়েছেন, যে মাত্র ১৪ বছর বয়সে নামবেন নিজের প্রথম অলিম্পিক্সে। তিনি হলেন ধিনিধি দেসিংহু।
বেঙ্গালুরুর ধিনিধি মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে অংশগ্রহণ করবেন। তবে তিনি অংশগ্রহণ করবেন ইউনিভার্সালিটি কোটায়। তার সাথে সাঁতারে ভারতকে প্রতিনিধিত্ব করবেন শ্রীহরি নটরাজ। এবারের অলিম্পিক্সে ভারতের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নামবেন ধিনিধি।
লাজুক মেয়ে ধিনিধি যে জলে নিজের কেরিয়ার তৈরি করেছেন, সেই জলেই এক সময়ে নামতে ভয় পেতেন। এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধিনিধির মা জেসিথা বলেছেন, "আমি জানতাম যে ওর প্রতিভা রয়েছে। ও পুলে খুব ভালো খেলে। কিন্তু প্রতিযোগিতার সময়ে, ওর চাপ লাগত। হয় ও প্রতিযোগিতার আগের দিন অসুস্থ হয়ে পড়ত, নইলে পুলে নামার আগে বমি করত।"
তিন বছর বয়স অবধি ধিনিধির কথা বলতে সমস্যা হত। সেই কারণে ওনার বাবা-মা সিদ্ধান্ত নেন, তাকে কোনও খেলায় যুক্ত করার। আর সেই সময়ে আসে সাঁতারের বিষয়। এই নিয়ে ধিনিধি বলেছেন, "আমার জল পছন্দ ছিল না। আমি নামতে চাইতাম না। আমি জলের ভেতর মাথায় দিতে পারতাম না। খুব কষ্ট হত।"
তবে ম্যাঙ্গালোরে একটি রাজ্য মিট ধিনিধির কেরিয়ার পালটে দেয়। সেই মিট নিয়ে ধিনিধির মা বলেছেন, "সেই মিটে ওর আর আমার ক্রমাগত বমি হচ্ছিল, যার জন্য আমরা ঠিক করি ফিরে যাওয়ার বাস টিকিট কিনব। সেখানে ধিনিধি না নামার আবদার করে। কিন্তু তারপর যখন ও গোটা সুইমিং পুল ঘুরে আসে, তখন ও আমার দিকে ঘুরে তাকিয়ে বলে, আমি পারব। সেই ইভেন্টে সোনা জিতেছিল, আর তারপর ঘুরে তাকাতে হয়নি।"
জাতীয় গেমসে সাতটি স্বর্ণপদক জয়ী কনিষ্ঠতম মহিলা সাঁতারুর কীর্তি অর্জন করেছেন ধিনিধি। মহিলাদের ২০০ মিটার ফ্রিস্টাইলে জাতীয় রেকর্ডও তার দখলে। ২০২২ হাংঝৌ এশিয়ান গেমসেও অংশ নিয়েছিলেন ধিনিধি। আর এবার আরতি সাহার পর দ্বিতীয় কনিষ্ঠতম ভারতীয় প্রতিযোগী হিসেবে অলিম্পিক্সে অংশ নেবেন ধিনিধি। ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিক্সে মাত্র ১১ বছর ১০ মাস বয়সে ২০০ মিটার ইভেন্টে অংশ নিয়েছিলেন বাংলার আরতি সাহা।