এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লীগ শীর্ষে যাওয়ার ম্যাচে ১-৪ গোলে পরাজয়ের সম্মুখীন হয় মোহনবাগান। ম্যাচের প্রথমার্ধেই গোয়ার তারকা বিদেশি নোয়া ম্যাজিকে ৩ গোল হজম করে সবুজ মেরুন ব্রিগেড। মোহনবাগানের প্রথম একাদশের বেশ কিছু ফুটবলার ছাড়া দল গড়লেও জুয়ানের প্রথম একাদশ এবং পরিকল্পনা নিয়ে উঠছে বেশ কিছু প্রশ্ন। একপ্রকার মিডফিল্ড ফাঁকা হয়ে যায় ম্যাচের শুরু থেকেই। গোয়ার থেকে ৪ পয়েন্টে পিছিয়ে আইএসএল শিল্ড জয়ের লক্ষ্যে বেশকিছুটা পিছিয়ে পড়ল মোহনবাগান।
আরও পড়ুন- ২০২৪ আইপিএলে অনিশ্চিত মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পান্ডেয়া
ম্যাচের শুরু থেকেই মোহনবাগান রক্ষণভাগের অবস্থা ছিল বেশ দূর্বল। মাত্র ১০ মিনিটে পেনাল্টি পায় এফসি গোয়া। মনবীর সিংয়ের বিতর্কিত হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় গোয়া৷ মোহনবাগান দল প্রতিবাদ জানালেও রেফারি জামাল মোহামেদ মনবীরদের কথা শোনেননি। সেখান থেকে গোলকিপারের ডান দিকে শট মেরে গোল করেন এফসি গোয়ার তারকা বিদেশি নোয়া।
৩৩ মিনিটে দ্বিতীয় গোলের কাছাকাছি পৌঁছে যান নোয়া। তাঁর শট একটুর জন্য ক্রস বারের উপর দিয়ে চলে যায়। এরপর ৩৬ মিনিটে প্রতি আক্রমণে জেসন কামিংস প্রতিপক্ষের বক্সে ঢুকে যান, যদিও গোল করতে তিনি ব্যর্থ হন।
৪২ মিনিটে গোয়ার দ্বিতীয় গোলটি করেন ভিক্টর। নোয়ার সাথে ওয়ান-টু-ওয়ান খেলে মোহনবাগান রক্ষণকে একপ্রকার দাঁড় করিয়ে রেখে গোল করে যান ভিক্টর।
অতিরিক্ত সময়ে তৃতীয় গোল করেন নোয়া। একক দক্ষতায় গোল করে যান নোয়া। সুমিত রাঠি-হ্যামিল-দীপক টাংরির নড়বড়ে ডিফেন্সকে একপ্রকার নাচিয়ে গোল করেন নোয়া৷ তবে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে ফ্রিকিক থেকে বিশ্বমানের গোল করে যান দিমিত্রি পেত্রাতোস।
দ্বিতীয়ার্ধ শুরুর আগে রক্ষণ শক্তিশালী করতে সুমিত রাঠিকে তুলে হামতেকে নামান জুয়ান ফেরান্দো। অন্যদিকে দীপক টাংরিকে তুলে কিয়ানকে নামান জুয়ান। যদিও তাতে গোল না খেলেও গোলশোধের সুযোগও পায়নি মোহনবাগান। এরপর জেসন কামিংস, মনবীর এবং গ্লেন মার্টিন্সকে তুলে নেন জুয়ান।
মোহনবাগানের ৫টি পরিবর্তন হওয়ার পর চোট পান ব্র্যান্ডন হামিল। শেষ ১৫ মিনিট ১০ জন হয়ে যায় সবুজ মেরুন ব্রিগেড। লীগ শীর্ষে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হতে দেখেন মোহনবাগান সমর্থকেরা। ৯০ মিনিটে আবারও পেনাল্টি পায় গোয়া। চতুর্থ গোলটি করেন কার্লোস মার্টিনেজ। ১-৪ ফলাফলে শেষ হয় ম্যাচ।
ম্যাচ শেষে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো এবং মোহনবাগানের দুই ফরোয়ার্ড জেসন কামিংস ও আর্মান্দো সাদিকুর বিরুদ্ধে 'গো ব্যাক' স্লোগান তোলেন সমর্থকেরা।