এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : জোর গুঞ্জন উঠেছিল, তারকা বাঙালি ফরোয়ার্ড রহিম আলিকে সই করাতে চলেছে ইমামি ইস্টবেঙ্গল এফসি। কিন্তু সেই গুঞ্জনের অবসান ঘটল। ইস্টবেঙ্গল নয়, নিজের ক্লাব চেন্নাইনেই থেকে যাচ্ছেন রহিম।
মঙ্গলবার চেন্নাইন এফসি নিজেদের সোশ্যাল মিডিয়ায় রহিম আলির একটি ভিডিও বার্তা প্রকাশ করে। সেখানে রহিম ধন্যবাদ জানায় চেন্নাইনের ম্যানেজমেন্ট ও সমর্থকদের। এবং ঘোষণা করেন, আগামী দুই বছরের জন্য চেন্নাইন এফসির সাথে চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি।
২২ বছরের রহিম বর্তমানে ভারতীয় ফুটবলের অন্যতম উদীয়মান প্রতিভা। ব্যারাকপুরের ছেলে রহিম চেন্নাইন এফসির আক্রমণভাগের বড় অঙ্গ। আইএসএলে চেন্নাইনের হয়ে ৪০টি ম্যাচ খেলেছেন রহিম, এবং এই চুক্তিবৃদ্ধির ফলে সংখ্যাটি আরও বাড়বে, তা বলাই যায়।