রুতুরাজের পর গোটা প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পথে আইপিএলের এই অধিনায়ক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে কাঁধের চোটের কারণে গোটা আইপিএল ২০২৫ থেকে ছিটকে গিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এবার আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কও ছিটকে যাওয়ার পথে। রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনকে নিয়ে বড়সড় আশঙ্কা তৈরি হয়েছে।
বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাট করতে গিয়ে পাঁজরে ব্যাথা অনুভব করেন স্যামসন। ইনিংসের ষষ্ঠ ওভারে দিল্লির বিপ্রাজ নিগমের তৃতীয় বলে লং অফের দিকে শট মেরে রান নিতে গিয়ে পাঁজরে ব্যাথা পান স্যামসন। এরপর রাজস্থানের ফিজিও মাঠে এসে ব্যাথা কমানোর ওষুধ খাইয়েছিল, কিন্তু তাতে কোনও ফল না হওয়ায় ১৯ বলে ৩১ রান করে অবসর নিয়ে ড্রেসিংরুমে ফেরেন স্যামসন।
যদিও স্যামসনের চোটের বিষয়ে সরকারি কোনও বিবৃতি দেয়নি রাজস্থান। তবে আশঙ্কা করা হচ্ছে, আগামী কয়েকটি ম্যাচ তো বটেই, হয়ত গোটা প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারেন রাজস্থান অধিনায়ক। বলা বাহুল্য, আঙুলের অস্ত্রোপচারের জন্য শুরুর দিকের কয়েকটি ম্যাচে খেলেননি স্যামসন। তারপর ফিরে এলেও ইমপ্যাক্ট সাব হিসেবে শুধু ব্যাটিং করেছেন স্যামসন।