বাস্তব ও ডেগি এবার ডাবলস খেলবেন

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: বাস্তব রায়ের সঙ্গে মোহনবাগান যুবদলের সফল কোচ ডেগি কার্ডোজো যুগ্ম কোচ হিসেবে যুক্ত হচ্ছেন মোহনবাগানের সুপার কাপ দলের। আগামী সোমবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অভিজ্ঞতা সম্পন্ন আশিক কুরনিয়ন সহাল আব্দুল সামাদদের সঙ্গে যুবদলের হয়ে মোহনবাগানকে ভারতসেরা করা ৮ ফুটবলার সুপার কাপগামী দলে রয়েছেন। সিনিয়র দলে হোসে মোলিনার সহকারি বাস্তব রায়, আর ডেগি সামলান যুবদল।
কলকাতা লিগে ভালো না খেললেও আসলে যুবদলের পাখির চোখ ছিল আরএফডিএল - এ ভারত সেরা হওয়ার। সেটা সম্ভব হয়েছে আর সে কারণেই ডেগি পেলেন পুরস্কার।
ফলে ভুবনেশ্বরে মোহনবাগানে একজন নয় দু দুজন কোচ থাকবেন টেকনিক্যাল জোনে। ইতিমধ্যেই যুবদল এবং সিনিয়র দল নিয়ে দুজনের ঝুলিতে রয়েছে ভারত সেরা হওয়ার অভিজ্ঞতা।