সুপার কাপে সেরা লড়াই দেবে ইস্টবেঙ্গল, অঙ্গীকার অস্কার ব্রুজোর

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার কলিঙ্গ সুপার কাপের অভিযানে নামছে ইস্টবেঙ্গল এফসি, আর তাদের প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স। আইএসএলে ব্যর্থতার পর কয়েক দিনের ছুটি কাটিয়ে প্রায় ৩ সপ্তাহ অনুশীলন করলেও বিতর্ক পিছু ছাড়েনি লাল-হলুদকে, যার মধ্যে অন্যতম দলের অন্যতম অভিজ্ঞ বিদেশি ক্লেইটন সিলভার বিদায়।
এই পরিস্থিতিতে পূর্ণশক্তির দল নিয়ে আসা কেরালার বিরুদ্ধে কীভাবে নামবে ইস্টবেঙ্গল? এই নিয়ে ম্যাচের আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে ইস্টবেঙ্গল হেড কোচ অস্কার ব্রুজো বলেছেন, "গত তিন সপ্তাহ ধরে আমরা প্রচুর পরিশ্রম করছি, যেহেতু এই প্রতিযোগিতার গুরুত্ব অনেকটাই বেশি। আপনারা জানেন, আমরা এই প্রতিযোগিতার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এই প্রতিযোগিতা আপনাকে এশিয়ায় ভারতকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়, তাই আমরা এই প্রতিযোগিতার গুরুত্ব সম্বন্ধে ওয়াকিবহাল। বিশেষ করে এই মরশুমটি যেভাবে আমাদের গিয়েছে এবং আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি। তবে আমি খোলাখুলি বলতে চাই যে ছেলেরা প্রচুর পরিশ্রম করছে এবং প্রত্যয়ী।"
"আমরা আমাদের খেলার ধরনে কিছু বদল আনব। রবিবার আমাদের প্রতিপক্ষ কেরালা, যাদের পরিস্থিতিও অনেকটা একই আমাদের মত। ওদের নতুন কোচ এসেছে। তাই আমি বিশ্বাস করি যে দুই দলই মাঠে নিজেদের সর্বস্ব দেবে এবং পরের পর্বে উঠতে চাইবে, যেখানে এমন একটি দল অপেক্ষা করবে যারা এই মরশুমে অনেক ধারাবাহিক ছিল, মোহনবাগান।"
এদিকে আবাসনে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন সল ক্রেস্পো। তার চোটের আপডেট নিয়ে অস্কার বলেছেন, "সত্যি বলতে গেলে আমরা ৫ জন বিদেশি নিয়ে খেলতে নামব, ৪ জন নয়। যদিও সলের ক্ষেত্রে, আমাদের শেষ মিনিট অবধি সময় নিতে হবে এবং পর্যালোচনা করতে হবে যে রবিবার আমরা ওনাকে ব্যবহার করতে পারব কিনা। এটা সত্যি যে শেষ দুই দিন উনি আমাদের সাথে অনুশীলন করতে পারেননি, তবে শুক্রবার সকালে সাইডলাইনে অনুশীলন করছিলেন এবং বেশ ভালো লাগছিল তাকে দেখে। হয়ত তিনি ম্যাচের স্কোয়াডে থাকবেন।"
আইএসএলের ব্যর্থতা থেকে কী শিক্ষা নিয়েছেন এবং কীভাবে সেটি সুপার কাপে কাজে লাগাবেন? এর জবাবে অস্কার বলেছেন, "যখন আমি মরশুমের মাঝখানে আসি, তখন এই দলটি ছয় ম্যাচ হয়ে যাওয়ার পরেও পয়েন্ট পায়নি। কিন্তু তারপর থেকে অনেক ইতিবাচক বিষয় এসেছে। অক্টোবরে আমার আসার পর, যদি আপনি টেবিল দেখেন, তাহলে আইএসএলে আমরা চতুর্থ স্থানে শেষ করেছি। ফলে প্রথম ছয়ের থেকে খুব বেশি দূরে ছিলাম না আমরা। কিন্তু দুর্ভাগ্যবশত, মরশুমের শুরুর ব্যর্থতা আমাদের ভুগিয়েছে।"