২০২৬ বিশ্বকাপ খেলবেন? স্পষ্ট জবাব দিলেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২২ বিশ্বকাপে স্বপ্নপূরণ করেছিলেন, সেই স্বপ্নকে আবারও বাস্তবে করতে কি নামবেন ২০২৬ এ? লিওনেল মেসির ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। তবে ৩৮ বছর বয়সী লিওর শরীর কতটা দেবে, সেটাও চিন্তার। বিশেষ করে অনবরত চোট-আঘাতের মধ্যে দিয়ে তার বর্তমান কেরিয়ার যেভাবে চলছে।
এই পরিস্থিতিতে এবার ২০২৬ বিশ্বকাপ খেলা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন লিও। এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, এতদুর অবধি তিনি ভাবতে নারাজ, বরং এক এক দিন দেখে এগোতে চান তিনি। যদিও মেসির অনুপস্থিতিতে বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে আর্জেন্টিনা।
মেসি বলেছেন, "আমি এক এক দিন করে দেখতে চাই শরীর কতটা দেবে। গত বছর, চোটের কারণে আমি অনেক ম্যাচ মিস করেছি। কিন্তু এবারের প্রাক-মরশুমটা খুব ভালো গিয়েছে, আর আমি বেশ ফিট অনুভব করছি।"
যদিও ২০২৬ বিশ্বকাপ খেলবেন কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে, তবে চলতি বছরে ইন্টার মায়ামিকে ফিফা ক্লাব বিশ্বকাপে নেতৃত্ব দেবেন, সেটা নিশ্চিতভাবে বলাই যায়।