জাতীয় দল থেকে বরখাস্ত হওয়ার ২ দিনের মধ্যে কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন এই তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১৭ এপ্রিল থেকে ১৯ এপ্রিল - এই কয়েক দিন একজন প্রাক্তন ক্রিকেটারের জন্য বেশ নাটকীয় হয়ে উঠেছিল। আমরা কথা বলছি অভিষেক নায়ারের কথা। গত বৃহস্পতিবার ভারতীয় দলের ব্যাটিং কোচের পদ থেকে বরখাস্ত হওয়ার পর ১৯ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের পদে নিযুক্ত হলেন অভিষেক।
শনিবার কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে এই সংযুক্তির খবর ঘোষণা করা হয়েছে। এমনকি, শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনেও থাকবেন অভিষেক।
View this post on Instagram
গত বছর কলকাতা নাইট রাইডার্সের আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন নায়ার। তারপর গৌতম গম্ভীরের সাথে জাতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন অভিষেক। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ ও অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর, অভিষেক নায়ারকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।