আইলিগ ২ চ্যাম্পিয়ন হয়ে আইলিগে আসছে ডায়মন্ড হারবার এফসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইলিগে যোগ্যতা অর্জন করে ফেলেছিল, এবার চ্যাম্পিয়ন হয়ে আইলিগ খেলবে ডায়মন্ড হারবার এফসি। শনিবার চানমারি এফসিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষস্থান নিজেদের দখলে রেখে দিল ডায়মন্ড। ১ ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হল তারা।
লিগের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী দুই দলের মধ্যে বেশ লড়াই চলছিল, যদিও খানিকটা আধিপত্য রাখছিল কিবুর ছেলেরা। কিন্তু গোল আসছিল না দুই তরফে। শেষে ৮৫ মিনিটে রবিলাল মান্ডির গোলই ম্যাচের নির্ধারক গোল হিসেবে দাঁড়ায়।
View this post on Instagram
ম্যাচ শেষে ১৫টি ম্যাচ খেলে ডায়মন্ড ৩৭ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হল, অপরদিকে চানমারি এফসি ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকল। লিগের শেষ ম্যাচ নৈহাটি স্টেডিয়ামে আগামী ২৬ এপ্রিল বেঙ্গালুরু ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে ডায়মন্ড, সেই ম্যাচেই হয়ত ট্রফি তুলে দেওয়া হবে তাদের হাতে।
আর এই জয়ের জেরে ইতিহাস গড়লেন ডায়মন্ড হারবার এফসির কোচ কিবু ভিকুনা। একমাত্র কোচ হিসেবে আইলিগ, আইলিগ ২ ও আইলিগ ৩ জেতার কীর্তি গড়লেন। আইলিগ ৩ ও আইলিগ ২ জিতেছেন ডায়মন্ড হারবারের হয়ে, আর আইলিগ জিতেছিলেন মোহনবাগানের হয়ে।