ক্রিকেট তো ফিরছেই, ২০২৮ অলিম্পিক্সে ফিরছে এই নতুন ৫টি খেলা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ১২৮ বছর পর আবারও অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট। কিন্তু ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের ফিরে আসাই বড় বিষয় নয়, আরও ৫টি নতুন খেলার ইভেন্ট দেখা যাবে।
ফ্ল্যাগ ফুটবল - এই খেলাটি প্রায় আমেরিকান ফুটবলের মতই, শুধু এখানে ট্যাকলের জায়গায় প্রতিপক্ষের ঘরে গিয়ে ফ্ল্যাগ টানতে হবে। এই খেলায় ৭-৯টি খেলোয়াড় সর্বোচ্চ একটি দলে থাকতে পারে।
বেসবল / সফটবল - ২০০৮ সালের পর আবারও অলিম্পিক্সে ফিরছে বেসবল ও সফটবল। আমেরিকার অন্যতম জনপ্রিয় খেলা বেসবলের সম্বন্ধে অনেকেই ওয়াকিবহাল। সফটবল অনেকটা একই, শুধু আরও বড় বল দিয়ে খেলা হয়।
ল্যাক্রোস - ১৯০৮ সালের পর আবারও অলিম্পিক্সে ফিরছে এই খেলাটি, যেখানে একটি মেশ নেটের মাধ্যমে একটি রাবার বলকে প্রতিপক্ষের গোলে পাস বা শুট করা হয়। এই খেলাটি বাস্কেটবল, ফুটবল এবং হকির সাথে তুলনা করা যায়।
কমপাউন্ড তীরন্দাজি - এই প্রথমবার তীরন্দাজির এই সংস্করণটি আসছে আসন্ন অলিম্পিক্সে। এই মুহুর্তে অলিম্পিক্সে তীরন্দাজির যে সংস্করণটি চলে, সেটি হল রিকার্ভ। কমপাউন্ডের ক্ষেত্রে ম্যাগনিফাইং সাইট ও রিলিজ এডসের সুবিধা থাকে। এই খেলাটিতে বেশ উন্নতি করেছে ভারতীয় তীরন্দাজিরা, যেখানে ২০২৩ এশিয়ান গেমসে ৫টি সোনার পদক পেয়েছিল তারা।
স্কোয়াশ - সব শেষে আসছে স্কোয়াশ, যেখানে টেনিস বা ব্যাডমিন্টনের মত খেলাটি হয়। কিন্তু এক্ষেত্রে খেলাটি বদ্ধ ফাইবারের ঘরের মধ্যে খেলা হয়। এই খেলায় ভারতের সৌরভ ঘোষাল বা দীপিকা পাল্লিকাল উল্লেখযোগ্য নাম।