শচীন-কোহলি যা পারেননি, তাই করে দেখালেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিরাট কোহলির পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিংয়ের হাল যার হাতে, তিনি হলেন রজত পাতিদার। চলতি মরশুমে আরসিবির অধিনায়ক হওয়ার পর ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন, এবার এমন এক কীর্তি গড়লেন, যা নেই স্বয়ং শচীন তেন্ডুলকর কিংবা সতীর্থ বিরাট কোহলিরও।
আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে ১০০০ রানের মাইলফলক পার করার কীর্তি গড়লেন পাতিদার। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শুক্রবার এই কীর্তি গড়েন। মাত্র ৩০ ইনিংসে ১০০০ রানের গন্ডি পেরোন পাতিদার। এদিকে এই তালিকায় শীর্ষে রয়েছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন, যিনি ২৫ ইনিংসে এই কীর্তি করেছেন।
শচীন তেন্ডুলকর ও রুতুরাজ গায়কোয়াড় আইপিএলে ১০০০ রান করেছিলেন ৩১ ইনিংসে। তবে পাতিদারের ক্ষেত্রে উল্লেখযোগ্য হল, ৩৫ এর গড় ও ১৫০ এর উপর স্ট্রাইক রেট রেখে ১০০০ রান পূরণ করা প্রথম ব্যাটার হয়েছেন তিনি।
যদিও অধিনায়ক হিসেবে শুক্রবার পাতিদারের দিনটা ভালো যায়নি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাঞ্জবা কিংসের বিরুদ্ধে ১৪ ওভারে মাত্র ৯৫ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যার জবাবে ১২.১ ওভারে রান তুলে নেয় পাঞ্জাব।