প্রসব যন্ত্রণায় কাতর স্ত্রী, পাশে রিয়ালকে হারার আনন্দে মেতেছেন আর্সেনাল ভক্ত স্বামী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নিজের প্রিয় দলের জয়ে সমর্থকদের পাগলামি কোন পর্যায়ে যায়, তার কোনও সীমা থাকে না। তবে এক আর্সেনাল সমর্থকের উচ্ছ্বাসের এমনই অবস্থা, পাশে স্ত্রী গর্ভযন্ত্রণায় ছটফট করলেও তাতে ভ্রুক্ষেপ নেই!
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে সেমি ফাইনালে ওঠে আর্সেনাল। আর সেই উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন কিম উডল্যান্ড নামক এক সমর্থক। ম্যাচটি দেখতে দেখতে সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যান কিম। যখন প্রসবযন্ত্রণায় ভোগা স্ত্রীকে নীল পোশাক পরিয়ে মুখে অক্সিজেন মাস্ক দেওয়া হয়, তখন নিজের ফোনে আর্সেনালের ম্যাচ দেখছিলেন কিম। কিমের পরনেও ছিল আর্সেনালের জার্সি। আর জয়ের পর বিছানায় যন্ত্রণায় কাতরাতে থাকা স্ত্রীয়ের পাশে আনন্দে মেতে ওঠেন কিম।
যদিও এই ঘটনায় দ্বিধাভক্ত সোশ্যাল মিডিয়া। অনেকেই কিমের এই আচরণে বিরক্তি প্রকাশ করেছেন। তারা মনে করছেন, এই সময়ে স্ত্রীয়ের পাশে দাঁড়ানো উচিত ছিল তার। তবে অনেক ফুটবলপ্রেমী কিমের এমন কান্ডে মজা পান। অনেকে আবার সদ্যোজাত সন্তানের নাম ডেক্লান রাইস রাখার প্রস্তাব দিয়েছেন। বলা বাহুল্য, রাইসের জোড়া ফ্রিকিক গোলে প্রথম লেগে রিয়ালের বিরুদ্ধে ৩-০ গোলে জয় পেয়েছিল আর্সেনাল।