৬টি চ্যানেল পার করে ইতিহাস তৈরি করলেন বাংলার সায়নী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কথায় আছে, সাত সমুদ্র তেরো নদী পার। সেই কথাই এবার পূরণ করার পথে বাংলার মেয়ে সায়নী দাস। স্পেনে জিব্রাল্টার প্রণালী পার করে ইতিহাস গড়লেন সায়নী। এই জিব্রাল্টার প্রণালী আইবেরীয় উপদ্বীপ ও উত্তর আফ্রিকার মাঝ দিয়ে বয়ে চলেছে, যা ভাগ করেছে স্পেন ও মরোক্কোকে। ৬০ কিমি দীর্ঘ ও ১৩-৩৯ কিমি প্রস্থ এই প্রনালী পার করতে সায়নী সময় নিয়েছেন ৩ ঘন্টা ৫১ মিনিট।
এর ফলে বিশ্বের ৬টি চ্যানেল সাঁতরে পার করার নজির গড়লেন সায়নী। ভারতীয় সময় শুক্রবার রাতে এই খবর আসতে সায়নীকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াপ্রেমীরা। এর আগে নর্থ চ্যানেল, ইংলিশ চ্যানেল, ক্যাটালিনা চ্যানেল, মলোকাই প্রণালী ও কুক প্রণালী পার করেছেন তিনি। এবার বাকি শুধু জাপানের সুগারু প্রণালী। এই চ্যালেঞ্জ পূরণ করলেই সায়নীর মাথায় উঠবে ওশেন সেভেন এর বিরল মুকুট।
২০১৭ সালের জুলাই মাসে ইংলিশ চ্যানেল জয় করে এই কীর্তির শুরু করেছিলেন কালনার সায়নী। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম অস্ট্রেলিয়ার রটনেস্ট চ্যানেল পার করেছিলেন। ২০১৯ সালে ২০ মাইল দীর্ঘ ক্যাটলিনা চ্যানেল পার করেছিলেন সায়নী, যা সময় লেগেছিল ১২ ঘণ্টা ৪৬ মিনিট। গত বছর এপ্রিলে নিউজিল্যান্ডের কুক প্রণালী জয় করেছিলেন তিনি। তার কয়েক মাস পর আগস্টে উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝে ৩৫ কিমি দুরত্বের নর্থ চ্যানেল পার করেছিলেন সায়নী।