আমাদের মধ্যে কোনও লড়াইয়ের অস্তিত্ব নেই! কাকে নিয়ে এমন বলছেন মেসি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসির নাম বলে থাকেন অনেকেই। কিন্তু তার চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি কাকে মনে করেন? কার সাথে তার লড়াই রয়েছে? কার সাথে তার তুলনা হবে? এই প্রশ্নগুলিকে মেসি স্রেফ উড়িয়ে দিলেন।
এক সাক্ষাৎকারে মেসিকে জিজ্ঞেস করা হয়েছিল, ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচের পর যেভাবে মেসিরা উদযাপন করেছিলেন, বিশেষ করে মেক্সিকোর অধিনায়ক আন্দ্রেস গুইরেরোর জার্সিকে ছুঁড়ে ফেলেছিলেন, তাতে কি মেক্সিকোর সাথে কোনও লড়াই রয়েছে? এর জবাবে স্পষ্ট বার্তা দেন মেসি।
মেসি বলেছেন, "ওরা (মেক্সিকো) নিজেদের এমন লড়াইয়ের জায়গায় রেখেছিল যার কোনও অস্তিত্ব নেই। আর্জেন্টিনা ও মেক্সিকোর মধ্যে কোনও তুলনা হয় না, আমি জানি না এগুলি কোথা থেকে উঠে এসেছে। তবে আমি সব সময় মেক্সিকোর মানুষদের তরফ থেকে ভালোবাসা পেয়েছি, আমি কাউকে অসম্মান করিনি।"
তবে সেই বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে গোলটি নিজের সেরা হিসেবে বিবেচিত করেছেন মেসি। তিনি বলেছেন, "কাতারে যে গোলটিতে আমি সব থেকে বেশি উপভোগ করেছি তা হল মেক্সিকোর বিরুদ্ধে। শুধুমাত্র সমর্থকদের জন্য নয়, দূর থেকে দেখতে গেলে, আমাদের জন্য বিরাট স্বস্তির ছিল এবং নিজেদের উপর বিশ্বাস ফিরে পেয়েছিলাম আমরা।"