মাদ্রিদ বা ব্রাজিলের কোচ হওয়ার ইচ্ছে নেই জুরগেন ক্লপের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি এক ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের রিপোর্টে এসেছিল, রিয়াল মাদ্রিদ বা ব্রাজিল জাতীয় দলের হয়ে কোচিং করার ইচ্ছে রয়েছে জুরগেন ক্লপের। তবে যে নতুন খবর সামনে আসছে, তাতে বিষয়টা ১৮০ ডিগ্রি ঘুরে যেতে চলেছে।
গত মরশুম শেষে লিভারপুলের হেড কোচের দায়িত্ব ছাড়ার পর রেড বুলের গ্লোবাল সকার প্রধানের দায়িত্ব নিয়েছিলেন ক্লপ। কিন্তু সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রেড বুলের কাজের সাথে নিজেকে মানাতে পারছেন না ক্লপ। যার ফলে রিয়াল মাদ্রিদ বা ব্রাজিলের দায়িত্ব নিতে তিনি রাজি।
তবে ক্লপের এজেন্ট মার্ক কোসিকে স্কাই জার্মানিকে জানিয়েছেন, সে সব নেহাত গুঞ্জন। এই নিয়ে কোসিকে বলেছেন, "আমি বুঝতে পারছি যে, ইউরোপের বেশ কিছু বড় ক্লাব ও একাধিক দেশের ফুটবল সংস্থা থেকে ক্লপের বিষয়ে ক্রমাগত অনুসন্ধান চলছে। তবে আগামী মরসুমে হেড কোচের দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছা তার নেই। এমনকি রিয়াল মাদ্রিদ বা ব্রাজিল জাতীয় দলেরও নয়। রেড বুলের গ্লোবাল ডিরেক্টরের ভূমিকায় জুরগেন খুশি এবং সেখানে তার চুক্তি রয়েছে, তাই আর কিছু বলার নেই।"
এই খবরটি আরও বেশি করে উঠে আসার কারণ, সম্প্রতি ব্রাজিলের হেড কোচের পদ থেকে ডোরিভাল জুনিয়রকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে গত বুধবার আর্সেনালের বিরুদ্ধে ছিটকে যাওয়ার পর রিয়াল মাদ্রিদের হেড কোচের পদে কার্লো আনসেলোত্তির বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে এসেছে।