‘আমার ফেরার ইচ্ছা ছিল’: বার্সেলোনায় ফিরতে চাওয়া নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বর্তমানে এমএলএস ও ইন্টার মায়ামির হয়ে খেললেও, লিওনেল মেসিকে চিরকাল বার্সেলোনার কিংবদন্তি হিসেবেই মনে রাখবে ফুটবলবিশ্ব। ২০২১ সালে আবেগঘন পরিস্থিতিতে স্প্যানিশ ক্লাবটি ছেড়ে দেন আর্জেন্টাইন মহাতারকা, যা ছিল ক্লাব, সমর্থক ও মেসির জন্যই এক দুঃখজনক বিদায়। এরপর তিনি ফ্রান্সের পিএসজিতে যোগ দেন এবং দুই মরসুমে জেতেন একাধিক লিগ ও ঘরোয়া ট্রফি।
তবে দুই বছর পর পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর চমকপ্রদ সিদ্ধান্ত নেন মেসি—তিনি নাম লেখান ডেভিড বেকহ্যামের মালিকানাধীন এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে। নিজের প্রিয় ১০ নম্বর জার্সি গায়ে চাপিয়ে মায়ামির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
তবে এর মাঝেই স্পেনে ফিরে যাওয়ার ইচ্ছার কথা জানান মেসি। “বার্সেলোনায় ফিরে যাওয়ার ও সেখানে আবারও থাকার খুব ইচ্ছে ছিল আমার। কিন্তু সেটা আবারও সম্ভব হয়নি,” জানান মেসি একটি সাক্ষাৎকারে Simplemente Fútbol-কে। যদিও তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে অনুমান করা যায় যে, বার্সেলোনার আর্থিক টানাপোড়েনই তার ফেরার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল—যেমনটি হয়েছিল ২০২১ সালে তার বিদায়ের সময়।
মেসি আরও বলেন, “এরপর সিদ্ধান্তটা ছিল পুরোপুরি পারিবারিক। আমরা বিশ্বকাপ জেতার পর, আমি একেবারে নিশ্চিত ছিলাম যে আর ইউরোপের কোনো ক্লাবে খেলতে চাই না। আমি ওদের কাউকেই চেয়েও দেখিনি।”
২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেন মেসি, এবং ইতোমধ্যেই জয় করেছেন লিগস কাপ ও সাপোর্টার্স’ শিল্ড। বার্সেলোনা ফেরার আকাঙ্ক্ষা পূরণ না হলেও, নতুন ঠিকানায় তিনি ছড়িয়ে দিচ্ছেন নিজের জাদু ঠিক আগের মতোই।