গরমে ক্লান্ত দর্শকদের জন্য পাখা-সানস্ক্রিন! আইপিএলে বড় উদ্যোগ আনছে এই ফ্র্যাঞ্চাইজি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে অধিকাংশ ম্যাচেই স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু দুপুরবেলার খেলাগুলিতে প্রচন্ড গরমের জন্য স্টেডিয়ামে খোলা আকাশের নীচে বসে বেশ অসুবিধার সম্মুখীন হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। সেই সমস্যাকে দূর করতে এবার দর্শকদের জন্য পাখা-সানস্ক্রিন থেকে শুরু করে বিনামূল্যে ওআরএস দেওয়ার ব্যবস্থা করছে এই স্টেডিয়াম।
শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে গুজরাট টাইটান্স। আহমেদাবাদে হওয়া এই ম্যাচ হতে চলেছে দুপুর ৩.৩০টেয়, যেই সময়ে তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। এই পরিস্থিতিতে গুজরাট টাইটান্স ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, দর্শকদের জন্য থাকছে বিশেষ পাখা ও সানস্ক্রিনের ব্যবস্থা। পাশাপাশি বিনামূল্যে জল ও ওআরএস প্রদান করা হবে বলে জানা গিয়েছে। এছাড়া কেউ যদি অসুস্থ হয়ে পড়েন, তার জন্য স্টেডিয়ামে ওষুধের ব্যবস্থা করা হবে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বিকেল ৪টের দিকে তাপমাত্রা পৌঁছতে পারে ৪১ ডিগ্রির কাছাকাছি, আর্দ্রতা থাকবে ১৪ শতাংশের মত। ফলে এই ম্যাচ দেখতে আসা দর্শকদের বেশ কষ্টের মধ্যে পড়তে হবে। আর তারই সুরাহা করতে এই বিশেষ উদ্যোগ গুজরাট টাইটান্স ম্যানেজমেন্টের।