ওরা তিন ভাই : একজন ভারতে, একজন পাকিস্তানে, একজন বাংলাদেশে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তারা তিন ভাই, তিনজনই ক্রিকেটে নিজেদের নাম তৈরি করেছেন। কিন্তু বর্তমান সময়ে এমন পরিস্থিতি এসে গিয়েছে, এক সাথে তিন ভাই খেলতে পারছেন না। বিষয়টা অদ্ভুত না! হ্যাঁ তাই ঘটেছে কারান ভাইদের সঙ্গে। এই তিন ভাই এখন একই সময়ে খেলছেন তিন আলাদা দেশে। একজন ভারতে, একজন পাকিস্তানে, আর একজন বাংলাদেশে।
এই তিন ভাই হলেন স্যাম কারান, টম কারান ও বেন কারান। বড় ভাই পেসার টম এবং ছোট ভাই অলরাউন্ডার স্যাম ইতিমধ্যেই ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলেছেন। তবে মেজ ভাই বেন খেলছেন জিম্বাবওয়ের হয়ে, যে দেশের হয়ে তাদের বাবা খেলেছেন। এই তিন ভাই খেলছেন উপমহাদেশের তিন প্রতিবেশী দেশে।
ছোট ভাই স্যাম কারান খেলছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে। এবারের মেগা নিলামে স্যামকে ২.৪০ কোটি টাকায় সই করিয়েছিল চেন্নাই। কিন্তু প্রথম দুই ম্যাচে ব্যাট ও বল হাতে ব্যর্থ হওয়ায় আপাতত বেঞ্চে রয়েছেন স্যাম।
এবার আসা যাক মেজ ভাই বেন কারানের বিষয়ে। এই মুহুর্তে তিনি জিম্বাবওয়ে দলের সাথে এসেছেন বাংলাদেশ সফরে। আগামী রবিবার সিলেটে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবওয়ে। সেখানে সুযোগ পেতে পারেন বেন। এখনও অবধি জিম্বাবওয়ের হয়ে ৩টি টেস্ট ও ৬টি ওয়ানডে খেলেছেন ২৮ বছর বয়সী এই টপ অর্ডার ব্যাটার।
সব শেষে আসা যাক বড় ভাই টম কারানের কথায়। এই মুহুর্তে তিনি খেলছেন পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে। পিএসএল ড্রাফটে এই পেসারকে ৫০ হাজার মার্কিন ডলারে তাকে সই করিয়েছিল লাহোর। তবে এখনও অবধি কোনও ম্যাচ খেলতে পারেননি টম। দলে একাধিক বিদেশি অলরাউন্ডার থাকায় সুযোগ পাচ্ছেন না টম।