এ লজ্জা রাখি কোথায়? লিঙ্গ পরিবর্তন করে অনেক তথ্য সামনে আনলেন প্রাক্তন ক্রিকেটারের কন্যা

এক্সট্রা টাইম বাংলা ওয়েব ডেস্ক: সত্যি কতটা সভ্য আমরা? আসলে সভ্য তো, নাকি মানুষের চামড়া পরে থাকা একটি জান্তব জাতি আমরা? অনয়া বাঙ্গার, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের কন্যা, সম্প্রতি এক তথ্য প্রকাশ করেছেন। যাতে চোখ কপালে উঠবে। তিনি অভিযোগ করেছেন যে কয়েকজন ক্রিকেটার তাকে উলঙ্গ ছবি পাঠিয়ে যৌন হয়রানি করেছেন।
অনয়া, যিনি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি (HRT) গ্রহণ করে লিঙ্গ পরিবর্তনের পর তার জীবনের যাত্রা সম্পর্কে খোলামেলা আলোচনা করেছেন, জানিয়েছেন ক্রিকেট মহলে তিনি কতটা সামাজিক ও মানসিক চাপে ছিলেন।
তিনি বলেন, “আমি মুশির খান, সরফরাজ খান এবং যশস্বী জয়সওয়ালের মতো তারকাদের সঙ্গে খেলেছি। কিন্তু আমার প্রকৃত পরিচয় গোপন রাখতে হয়েছে, কারণ আমার বাবা একজন পরিচিত মুখ। ক্রিকেট জগতে নিরাপত্তাহীনতা ও টক্সিক মাচো মানসিকতা গভীরভাবে রয়েছে।"
অনয়া আরও জানান, কিছু ক্রিকেটার তাকে সমর্থন করলেও, অনেকেই তাকে অপমান করেছেন। এমনকি কয়েকজন তাকে নগ্ন ছবি পাঠিয়ে হয়রানি করেছেন।
তিনি বলেন, “একজন সিনিয়র ক্রিকেটারকে আমি আমার মানসিক যন্ত্রণা শেয়ার করেছিলাম। তিনি প্রতিক্রিয়ায় যা বলেছিলেন তা ছিল ভয়ঙ্কর—তিনি গাড়িতে উঠতে বলেন, কারণ তিনি আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে চেয়েছিলেন।”
এই খোলামেলা স্বীকারোক্তি এমন সময় এসেছে যখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) তাদের নিয়ম পরিবর্তন করে ট্রান্সজেন্ডার নারীদের আন্তর্জাতিক ও এলিট পর্যায়ের মহিলাদের ক্রিকেটে খেলার অনুমতি বাতিল করেছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও একই পথ অনুসরণ করেছে।
অনয়ার অভিজ্ঞতা ক্রিকেটের অন্দরমহলে বিদ্যমান লিঙ্গবৈষম্য, অবজ্ঞা এবং মানসিক নির্যাতনের বাস্তব চিত্র তুলে ধরেছে।