মোহনবাগানের দ্বিমুকুট জয়ই ইস্টবেঙ্গল কোচ অস্কারের জন্য বাড়তি তাগিদ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একদিকে মোহনবাগান সুপার জায়ান্ট ট্রফির বন্যা বইয়ে বেড়াচ্ছে, অপরদিকে ইস্টবেঙ্গলে গর্ব বলতে শুধু মহিলাদের জাতীয় লিগ জয়। পুরুষদের ফুটবলে এই মরশুমে এখনও ট্রফিহীন ইস্টবেঙ্গল, যদিও কলকাতা লিগ জয় এখনও আটকে রয়েছে। অন্যদিকে আইএসএল শিল্ড ও কাপ জিতে বসে রয়েছে মোহনবাগান।
এমন অবস্থায় মোহনবাগানের সাফল্য ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর কাছে অনুপ্রেরণার সমান। আর সেই তাগিদ নিয়ে কলিঙ্গ সুপার কাপে নামার বার্তা দিলেন অস্কার। চিরপ্রতিদ্বন্দ্বীর সাফল্যে ইস্টবেঙ্গল সমর্থকদের হতাশা অনুধাবন করে অস্কার জানিয়ে দিলেন, এই সুপার কাপ জেতা কতটা গুরুত্বপূর্ণ।
মোহনবাগানকে শুভেচ্ছা জানিয়ে অস্কার বলেছেন, "আমরা সমর্থকদের কষ্ট বুঝতে পারছি, কারণ আমাদের চিরপ্রতিদ্বন্দী দল মরশুমের সব ট্রফি জিতছে। আমরা তাদের শুভেচ্ছা জানাই এই কীর্তির জন্য, কিন্তু আমরা এটা সহজে মেনে নিতেও পারছি না। এই পরিস্থিতিটা কিছুতেই মেনে নেওয়া যায় না, যেখানে আমাদের সমর্থকরা হতাশায় রয়েছে, আর চিরপ্রতিদ্বন্দ্বী দল লাগাতার ট্রফি জিতেই চলেছে। আমি এই কষ্টটা বুঝতে পারছি।"
এরপর অস্কার বলেছেন, "আমরা কলকাতা লিগ জিতেছি, মহিলাদের জাতীয় লিগও জিতেছি। কিন্তু আমাদের সিনিয়র পুরুষ দলের মরশুমটা ভালো যাচ্ছে না। সেই কারণে আমরা এই সুপার কাপে আমাদের সমর্থকদের দেখাতে চাইব, আমরা তাদের জন্য নিজেদের সর্বস্বটা দেব, পেশাদার হিসেবে নিজেদের সেরাটা দিতে চাই সমর্থকদের খুশি দিতে। ইস্টবেঙ্গল যদি কোনও একটি মরশুমে ট্রফি জিততে না পারে, তাহলে আমরা সেই মরশুমটাকে সফল বলতে পারি না। চেষ্টা করব রবিবারের ম্যাচ জিতে ডার্বি ম্যাচে খেলার টিকিট হাতে পেতে পারি।"
কলিঙ্গ সুপার কাপের প্রথম পর্বে চার্চিল ব্রাদার্স নাম তুলে নেওয়ায় সরাসরি কোয়ার্টার ফাইনালে উঠে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। রবিবার কেরালা ব্লাস্টার্স বনাম ইস্টবেঙ্গল ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে আগামী ২৬ এপ্রিল খেলবে মোহনবাগান।