আইপিএলের মাঝে ম্যাচ গড়াপেটার অভিযোগে ফ্র্যাঞ্চাইজি মালিককে নির্বাসিত করল বিসিসিআই

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : কয়েক দিন আগে ম্যাচ গড়াপেটার সন্দেহ নিয়ে সকল আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে সতর্কবার্তা দিয়ে রেখেছিল বিসিসিআই। এবার ম্যাচ গড়াপেটা নিয়ে কড়া সিদ্ধান্ত নিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে আইপিএলে নয়, মুম্বাই টি২০ লিগে হওয়া গড়াপেটায় এক ফ্র্যাঞ্চাইজি মালিককে নির্বাসিত করল বিসিসিআই।
মুম্বাই টি২০ লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগে সো-বো সুপারসনিক্স ফ্র্যাঞ্চাইজির মালিক গুরমিত সিং ভামরাকে আজীবন নির্বাসিত করেছে বিসিসিআই। এর ফলে বিসিসিআইয়ের কোনও প্রতিযোগিতা বা কাজে যুক্ত হতে পারবেন না গুরমিত। অভিযোগ, ২০১৯ সালে এই লিগে ধবল কুলকার্নি ও ভাবিন ঠক্করকে ম্যাচ গড়াপেটার প্রলোভন দেখিয়েছিলেন গুরমিত। এই ঘটনার তদন্ত করছেন বিসিসিআইয়ের অম্বুডসম্যান তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণ মিশ্র।
যদিও শুধু মুম্বাই টি২০ লিগে নয়, বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগেও যোগ ছিল গুরমিতের। জানা গিয়েছে, কানাডার গ্লোবাল টি২০ লিগেও যুক্ত ছিলেন তিনি। যদিও সেই লিগ বন্ধ হয়ে গিয়েছে। এদিকে করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া মুম্বাই টি২০ লিগ আবারও শুরু হতে চলেছে আগামী ২৬ মে, যেখানে মুম্বাইয়ের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের খেলা বাধ্যতামূলক করা হয়েছে।