খারাপ সময় কাটছেই না এমবাপ্পের! অবমনিত হল তার ক্লাব, বিক্ষোভের মুখে ফরাসি তারকা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : খেলোয়াড় হিসেবে কিলিয়ান এমবাপ্পের সময়টা যেমন ভালো কাটছে না, এবার মালিক এমবাপ্পেও পড়লেন বড় বিপদে। তার মালিকানাধীন ক্লাব কায়েন অবনমিত হল, যার পর এমবাপ্পেকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সেই ক্লাবের সমর্থকরা।
গত বছরের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের ক্লাব কায়েনের ৮০ শতাংশ মালিকানা অধিগ্রহণ করেন এমবাপ্পে ও তার পরিবার। কিন্তু ৭ মাসের মধ্যে ক্লাবটি তৃতীয় ডিভিশনে নেমে গেল। বলা বাহুল্য, ৪০ বছর পর এই প্রথমবার ফ্রান্সের তৃতীয় ডিভিশনে নামল কায়েন। মার্তিগেসের বিরুদ্ধে ০-৩ গোলে হেরে যাওয়ায় অবনমন নিশ্চিত হল কায়েনের।
এর ফলে এমবাপ্পের প্রতি বিক্ষোভ প্রকাশ করেছেন কায়েনের সমর্থকরা। যেহেতু ক্লাবের মালিকানার অধিকাংশই এমবাপ্পের পরিবারের, ফলে এই খারাপ পারফর্মেন্সের দায় তাদের বলে দাবি উঠেছে। এই মরশুমে মাত্র ৫টি ম্যাচ জিতেছে কায়েন। ক্লাবের অভ্যন্তরের বিদ্রোহ তৈরি হয়েছিল, যেখানে অধিনায়ক রোমাইন থমাস দলগঠনের পদ্ধতি নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন।
এদিকে সমর্থকরা প্রতিটা ম্যাচেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। 'এমবাপ্পে, এসএমসি (ক্লাবের সংক্ষিপ্ত নাম) তোমার খেলনা নয়' এবং 'আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য চাওয়ার আগে স্থানীয় চরিত্রদের সম্মান করো', এই ব্যানার নিয়ে প্রতিবাদে নেমেছেন সমর্থকরা।