সুপার কাপে রিজার্ভ বেঞ্চই ভরসা মোহনবাগানের, চার্চিলকে চিঠি দিল এআইএফএফ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন কলিঙ্গ সুপার কাপের প্রথম রাউন্ডে সম্ভবত বাই পেতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। কারণ সূচি অনুযায়ী তাদের প্রতিপক্ষ হিসেবে আইলিগের 'অস্থায়ী' চ্যাম্পিয়ন চার্চিল ব্রাদার্স পড়লেও, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে অনৈতিকতার অভিযোগ এনে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছে চার্চিল।
এই পরিস্থিতিতে বুধবার চার্চিল ব্রাদার্সকে চিঠি দিয়েছে এআইএফএফ, যেখানে তারা অনুরোধ করেছে চার্চিলকে সুপার কাপ খেলার জন্য। তবে নিজেদের সিদ্ধান্তে অনড়ই থাকতে চলেছে চার্চিল। ফলে কয়েক দিন অপেক্ষা করে ফেডারেশনকে ঘোষণা করতে হবে, আগামী ২০ এপ্রিল ইস্টবেঙ্গল এফসি বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে মোহনবাগান, যা হবে আগামী ২৬ এপ্রিল।
এদিকে কলিঙ্গ সুপার কাপে রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের নামাতে চলেছে মোহনবাগান। সেক্ষেত্রে একমাত্র বিদেশি হিসেবে খেলতে চলেছে পর্তুগিজ ডিফেন্ডার নুনো রেইজ। এদিকে গোলকিপার ধীরাজ সিং, ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস, আমনদীপ ও সৌরভ ভানওয়ালা ও ফরোয়ার্ড সুহেল ভাট খেলতে পারেন। রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে মোহনবাগানের চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কারিগর পাসাং দোরজি তামাংকেও হয়ত সুযোগ দেওয়া হতে পারে।
এদিকে এই দলে বড় নাম বলতে মাঝমাঠের দুই তারকা সাহাল আব্দুল সামাদ ও আশিক কুরুনিয়ন থাকতে পারেন। হেড কোচ হিসেবে দায়িত্ব নেবেন বাস্তব রায়, আর তার সহকারী হিসেবে কাজ করবেন ডেগি কার্ডোজো।