ফ্র্যাঞ্চাইজির নাম খারাপের অভিযোগ উবেরের বিরুদ্ধে মামলা করল আরসিবি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক অ্যাপ-ক্যাব সংস্থা উবেরের বিরুদ্ধে আইনি পথে নামল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সম্প্রতি সানরাইজার্স হায়দরাবাদের অজি তারকা ট্র্যাভিস হেডকে নিয়ে যে বিজ্ঞাপন এনেছিল উবের মোটো, সেটি নিয়েই মামলা দায়ের করল আরসিবি ম্যানেজমেন্ট।
উবের মোটোর এই বিজ্ঞাপনের শিরোনাম ছিল 'ব্যাডিস ইন বেঙ্গালুরু ফিচারিং ট্র্যাভিস হেড'। সেই ভিডিওতে দেখা যায়, একটি স্টেডিয়ামে ঢুকে 'বেঙ্গালুরু বনাম হায়দরাবাদ' ম্যাচের একটি পোস্টার স্প্রে পেইন্ট দিয়ে নষ্ট করেন হেড। সেই পোস্টার বেঙ্গালুরুর নাম ছিল 'রয়্যালি চ্যালেঞ্জড বেঙ্গালুরু', যা আরসিবির নামের সাথে অনেকটাই মিল রয়েছে। এছাড়াও স্টেডিয়ামটিও বেঙ্গালুরুর বলেই ধারণা করা হচ্ছে।
এতে দলের ট্রেডমার্ক ও ছবিকে আঘাত করছে, এই অভিযোগে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেড লিমিটেড। এই মামলায় আরসিবির হয়ে লড়া আইনজীবী শ্বেতাশ্রী মজুমদার জানিয়েছেন, "আপনার কাছে হাজারও উপায় ছিল বিজ্ঞাপন করার। কিন্তু আমাদের ট্রেডমার্ক ব্যবহার করার প্রয়োজন কেন ছিল? এবং এমন একজনকে ব্যবহার করা হয়েছে, যিনি আমাদের সাথে ছিলেন। উবের মোটোর কাছে এই বিজ্ঞাপনের সঠিক ব্যবহারের কোনও ব্যাখ্যা রয়েছে?"
আগামী ১৩ মে চিন্নাস্বামী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে স্বাগত জানাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ট্র্যাভিস হেড, যাকে এই বিজ্ঞাপনে দেখা গিয়েছে, তিনি আগে খেলেছেন আরসিবির হয়ে।