একই দলে মেসি-রোনাল্ডো! স্বপ্নকে সত্যি করার পথে এই আর্জেন্টাইন তারকা ফুটবলার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে একই দলে খেলতে দেখার ইচ্ছে রয়েছে সকল ফুটবলপ্রেমীর। এবার সেই ইচ্ছে পূরণ হতে চলেছে। আর এই স্বপ্নকে সত্যি করার ক্ষেত্রে বড় ভূমিকা নিচ্ছেন আর্জেন্টিনার প্রখ্যাত ফরোয়ার্ড কার্লোস তেভেজ। নিজের বিদায়ী ম্যাচে এমনটা ঘটানোর চেষ্টা করছেন তেভেজ।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাথে ম্যানচেস্টার ইউনাইটেডে ২ বছর খেলেছিলেন তেভেজ। এদিকে লিওনেল মেসির সাথে ১০ বছর আর্জেন্টিনার হয়ে খেলেছেন তেভেজ। এবার নিজের দুই পুরোনো সতীর্থকে একই দলের জার্সিতে খেলানোর পরিকল্পনা করছেন তেভেজ। এই নিয়ে তেভেজ বলেছেন, "আমার বিদায়ী ম্যাচে মেসি আর রোনাল্ডোকে আনব। ওদের হোয়াটসঅ্যাপে বলে রেখেছি।"
এরপর তেভেজ বলেছেন, "এছাড়াও ভ্যান ডার সার থাকবেন এক দিকে। অন্যদিকে বুফোঁ। ডিফেন্সে রিও ফার্দিন্যান্দ ও ভিদিচ। অপরদিকে থাকবেন চিয়েলিনি ও বোনুচ্চি। ভাই প্যাট্রিস এভ্রাও থাকবে। পিরলো, স্কোলস, রিকলমে আর রুনিকেও আনছি।"