হায়দরাবাদ ম্যাচের পিচ হয়ত ব্যবহৃত হতে পারে কলকাতা-গুজরাট ম্যাচে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এবারের আইপিএলে ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে বিতর্ক লেগেই থেকেছে। শেষ হোম ম্যাচে অর্থাৎ গত ৮ এপ্রিল হাইস্কোরিং ম্যাচে লখনউ সুপার জায়ান্টের কাছে ৪ রানে হারার পর কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্ক রাহানে তোপ দেগেছিলেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জির উদ্দেশ্যে।
দুই ম্যাচ পর আগামী সোমবার ইডেন গার্ডেন্সে ফিরছে কলকাতা, যেখানে তারা খেলবে শুভমন গিলের গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। এখন প্রশ্ন হল, গুজরাট ম্যাচের পিচ কেমন হবে? যা খবর সামনে আসছে, চলতি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ইডেনের যে পিচে খেলেছিল কলকাতা, সেই পিচই সম্ভবত ব্যবহৃত হবে গুজরাট ম্যাচে। সেই ম্যাচে কলকাতার বোলারদের দাপুটে পারফর্মেন্সে ৮০ রানে পরাজিত হয় হায়দরাবাদ।
জানা গিয়েছে, ইডেনের বাকি পিচগুলির তুলনায় এই পিচটি অনেকটাই শুকনো এবং ধীরগতির, যেখানে টার্ন রয়েছে খানিকটা বেশি। যদিও এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সুজন মুখার্জি বলেছেন, "সকলে দেখতে পাচ্ছেন কী হচ্ছে কলকাতার ম্যাচগুলোতে। পিচ নিয়ে বলতে গেলে, আমি এটুকু বলতে পারি যে ইডেনে যেমন পিচ হয়, সেরকমই হবে - যেখানে সবার জন্য সাহায্য থাকবে। আর এটি র্যাঙ্ক টার্নার হবে না, নিশ্চিতভাবে বলা যাবে।"
তবে প্রশ্ন হল, গুজরাটের তিনজন মারাত্মক স্পিনার রয়েছেন - রশিদ খান, সাই কিশোর ও ওয়াশিংটন সুন্দর। তাদের বিরুদ্ধে এমন পিচ করাটা কী যুক্তিযুক্ত হবে? যেখানে মুল্লানপুরে গত ম্যাচে যুজবেন্দ্র চাহালের স্পিনের বিরুদ্ধে পাঞ্জাব কিংসের কাছে মুখ থুবড়ে পড়েছিল কলকাতার ব্যাটাররা।