এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলের সেরা খেলোয়াড় কারা? এই প্রশ্নের জবাব হিসেবে অনেকেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম নেবে, অনেকে আবার এরলিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পের নাম নেবে। কিন্তু সত্যিই যদি বিশ্বের সব থেকে দামী ফুটবলারদের তালিকা প্রকাশিত হয়, তাহলে সেই তালিকার প্রথম স্থানে থাকবে না এই চার নামের একজনও।
সুইজারল্যান্ডের ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) একটি তালিকা প্রকাশ করেছে বিশ্বের সব থেকে দামী ফুটবলারদের। যেহেতু বিশ্বের সেরা ফুটবলাররা ইউরোপের শীর্ষ পাঁচ লিগ, অর্থাৎ ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, জার্মান বুন্দেশলিগা, ইতালিয়ান সিরি আ ও ফ্রান্সের লিগ ওয়ানে খেলে। সুতরাং এই পাঁচ লিগের সব থেকে দামী খেলোয়াড়দের তালিকা প্রতি ছয় মাস অন্তর প্রকাশ করে সিআইইএস।
আর এই তালিকায় সকলকে চমকে দিয়ে প্রথম স্থান দখল করেছেন রিয়াল মাদ্রিদের তরুণ ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। ১৬৬ মিলিয়ন ইউরো নিয়ে সব থেকে দামী ফুটবলার ভিনিসিয়াস। চলতি মরশুমে ইতিমধ্যে ১২টি গোল করেছেন ও ৯টি অ্যাসিস্ট দিয়েছেন।
এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির তরুণ ইংরেজ খেলোয়াড় ফিল ফোডেন, ১৫২.৬ মিলিয়ন ইউরো মূল্য তাঁর। তৃতীয় স্থানে বরুসিয়া ডর্টমুন্ডের দুর্ধর্ষ ফরোয়ার্ড এরলিং হালান্ড (১৪২.৫ মিলিয়ন ইউরো)। চতুর্থ স্থানে ম্যানচেস্টার ইউনাইটেডের ইংরেজ উইঙ্গার মেসন গ্রিনউড (১৩৩.৯ মিলিয়ন ইউরো)। আর পঞ্চম স্থানে বায়ার্ন লেভারকুসেনের ফ্লোরিয়ান উইরতস (১৩৩ মিলিয়ন ইউরো)।
তবে শীর্ষ ২০ জনের তালিকায় স্থান পাননি এমবাপ্পে, মেসি ও রোনাল্ডোর মত সুপারস্টাররা। কিন্তু কেন? সিআইইএস এই মূল্য নির্ধারণের জন্য শুধু খেলোয়াড়ের মাঠে সাম্প্রতিক পারফর্মেন্স বিবেচনা করে না, তার কেরিয়ারের অগ্রগতির ধরণ, খ্যাতি ও কত দিনের চুক্তি বাকি, এছাড়া যে ক্লাবে খেলছেন সেই ক্লাবের আর্থিক পরিস্থিতি ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি - সব কিছু হিসেব করে এই তালিকা প্রকাশ করা হয়।