এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শনিবার আইএসএল ২০২৪-২৫ এর অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল এফসি। কান্তিরাভায় বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কঠিন ম্যাচ দিয়েই শুরু করতে হবে লাল-হলুদ ব্রিগেডকে। সদ্য ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় হওয়া ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে সমস্যা রয়েছে, এদিকে বেঙ্গালুরুর আক্রমণভাগে জর্জে পেরেইরা ডিয়াজ, সুনীল ছেত্রী, শিবাশক্তির মত দুরন্ত ফুটবলার রয়েছে। ফলে রক্ষণকে জমাট রেখেই মাঠে নামবেন কার্লেস কুয়াদ্রাত, তা স্পষ্ট।
যেহেতু আনোয়ার আলিকে নিয়ে সংশয় রয়েছে, ফলে দুই বিদেশি ডিফেন্ডার হিজাজি মাহের ও হেক্টর ইয়ুস্তেকে দিয়ে শুরু করতে পারে ইস্টবেঙ্গল। চলুন দেখে নিই, বেঙ্গালুরুর বিরুদ্ধে কী একাদশ নামাতে পারে ইস্টবেঙ্গল?
গোলে শুরু করবেন প্রভসুখন গিল। এদিকে তিন ব্যাকে শুরু করতে পারে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে লালচুংনুংগা, হিজাজি ও হেক্টর শুরু করবেন। দুই প্রান্তে মহম্মদ রাকিপ ও নাওরেম মহেশ সিংকে ব্যবহার করতে পারেন কুয়াদ্রাত, যাতে দুজনে আক্রমণ ও রক্ষণে সহায়তা দিতে পারেন। এদিকে মাঝমাঠে সল ক্রেস্পো ও জিকসন সিংয়ের জুটি শুরু করতে পারে।
এবার আসা যাক আক্রমণের বিষয়ে। আপফ্রন্টে আক্রমণে নেতৃত্ব দিতে পারেন দিমিত্রিয়স দিয়ামান্টাকোস। তার সাথে তাকে সহায়তা করতে পারেন ডেভিড লালানসাংগা। তবে নন্ধকুমার কতটা ফিট, তা এখনও জানা যায়নি। ফিট থাকলে নন্ধই শুরু করবেন। নইলে পিভি বিষ্ণুকে শুরু থেকে নামাতে পারেন কুয়াদ্রাত। ফলে ৩-৪-৩ ফর্মেশনে বেঙ্গালুরুর বিরুদ্ধে শুরু করতে পারে ইস্টবেঙ্গল।
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল এফসির সম্ভাব্য একাদশ - প্রভসুখন গিল (গোলকিপার), ডিফেন্স - লালচুংনুংগা, হিজাজি মাহের ও হেক্টর ইয়ুস্তে, মাঝমাঠ - নাওরেম মহেশ সিং, জিকসন সিং, সল ক্রেস্পো ও মহম্মদ রাকিপ, আক্রমণ - ডেভিড লালানসাংগা, দিমিত্রিয়স দিয়ামান্টাকোস ও নন্ধকুমার/পিভি বিষ্ণু