এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে বুরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে প্রথমার্ধে ২ গোলে পিছিয়ে থেকেও ৫-২ ফলাফলে ম্যাচ জিতে নেয় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস, এমবাপ্পে, রদ্রিগো, রুডিগারদের অসামান্য লড়াই অবাক করে দিয়েছে বিশ্ব ফুটবলকে। তবে দুর্দান্ত প্রত্যাবর্তনের আনন্দের মাঝেই জোড়া ধাক্কা খেল রিয়াল শিবির। আসন্ন এল ক্লাসিকো ম্যাচ থেকে ছিটকে গেলেন রিয়ালের প্রথম একাদশের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার।
এই দুই ফুটবলারের একজন হলেন বেলজিয়াম গোলরক্ষক টিবো কুর্তোয়া। গত কয়েক মরসুমে যার সুরক্ষীত হাত ধরেই একাধিক ট্রফি জিতেছে রিয়াল মাদ্রিদ সেই টিবো কুর্তোয়া ডর্টমুন্ড ম্যাচেও কিছু গুরুত্বপূর্ণ সেভ দেন তবে এই ম্যাচে পেশিতে চোট পাওয়ার কারণে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিরুদ্ধে খেলতে পারবেন না কুর্তোয়া।
একদিকে কুর্তোয়া না থাকায় যেমন রক্ষণভাগ নিয়ে ভাবতে হবে রিয়াল কোচ কার্লো আন্সেলোত্তিকে ঠিক তেমনই আক্রমণ ভাগেও চিন্তা বাড়ল তাঁর। ডর্টমুন্ড ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেন ব্রাজিলের তারকা উইঙ্গার রড্রিগো। কিন্তু ম্যাচ চলাকালীনই হ্যামস্ট্রিংয়ে টান লাগে তাঁর। বুধবার রিয়াল মাদ্রিদের তরফে সরকারিভাবে জানিয়হে দেওয়া হয় যে এল ক্লাসিকোতে নেই রড্রিগোও।
ফলে দলের গুরুত্বপূর্ণ দুই সদস্যকে ছাড়াই লামিন ইয়ামাল, লেওয়ানডোস্কির বার্সেলোনার বিরুদ্ধে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।