এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: প্রথমার্ধে দুই গোল খেয়ে পিছিয়ে থেকেও প্রত্যাবর্তন। মঙ্গলবার রাতে ডর্টমুন্ডের বিরুদ্ধে দুই গোলে পিছিয়ে ৫-২ জিতল রিয়াল। হ্যাটট্রিক করলেন ভিনিসিয়াস জুনিয়র। এভাবেও ফিরে আসা যায়, আরও একবার দেখিয়ে দিল রিয়াল।
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে একদম ভিন্ন এক মাদ্রিদকে দেখা যায়। পরিবর্তনের কেন্দ্রবিন্দু অবশ্যই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। প্রথমে আন্তোনিও রুডিগারের গোল মাদ্রিদকে ম্যাচে ফিরিয়ে আনে, এরপর ভিনিসিউসের গোলে সমতা ফেরায় মাদ্রিদ। লুকাস ভাসকেজের গোল মাদ্রিদকে এগিয়ে নেয়, আর এরপর ভিনিসিউস আরও দুইটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহেই ব্যালন ডি’ওর বিজয়ী হতে চলেছে ভিনিসিয়াস। দীর্ঘদিন পর কোন ব্রাজিলিয়ান তারকা আবার ব্যালন ডি’ওর জিততে চলেছেন। কিন্তু কেন তিনি এই পুরস্কারের দাবিদার তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিলেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তিনটি গোলের মধ্যে ভিনিসিয়াসের দ্বিতীয় গোলটি ছিল ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো। ভিনিসিয়াসের এই পারফরম্যান্স দেখে বিশ্ব ফুটবলের বিশেষজ্ঞরা মনে করছেন যে তাঁর পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স লিগের শ্রেষ্ঠ। অনেকেই মেসি, রোনাল্ডো, বেনজেমাদের সঙ্গে তুলনা করছেন এই পারফরম্যান্স।