এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচ। মহামেডানের সামনে ছিল বড় চ্যালেঞ্জ। চেন্নাই তাদের শেষ ম্যাচে দুরন্ত কামব্যাক করেছিল ওড়িশার বিরুদ্ধে। কিন্তু এদিন রুদ্ধশ্বাস ম্যাচে চেন্নাইয়িনকে ১-০ গোলে হারিয়ে আইএসএলে প্রথম জয় ছিনিয়ে নিল মহামেডান স্পোর্টিং। গোল করলেন রেমসাঙ্গা।
এদিন শুরুটা দাপটের সঙ্গে করেছিল চেন্নাই। ঘরের মাঠে প্রথম থেকেই আক্রমণ শানাতে থাকেন ড্যানিয়েল চিমারা। ম্যাচের ৫ মিনিটে চেন্নাইয়িনের ইরফানের হেড অল্পের জন্য মহামেডানের বারের পাশ দিয়ে চলে যায়। পরপর আক্রমণ করে চেন্নাইয়ান এফসি। ম্যাচের ৩৯ মিনিটে বিপক্ষের ডিফেন্ডার ও গোলকিপারের ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন লালরেমসাঙ্গা ফানাই।
দ্বিতীয়ার্ধে আত্মবিশ্বাস নিয়েই কিছুটা খেলায় ফেরে মহামেডান। যদিও বলের দখল থেকে গোলমুখী আক্রমণ, সবেতেই এগিয়ে ছিল চেন্নাই। গুরকিরাতের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের একেবারে সংযোজিত সময়ে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মানজোকি। না হলে মহামেডান স্পোর্টিংয়ের জয়ের ব্যবধান বাড়ত। তবে ১-০ জয় পেলেও, ৩ পয়েন্ট পেয়েই খুশি সাদা-কালো শিবির। এটি আইএসএলের ইতিহাসে তাদের প্রথম জয়। ৫ অক্টোবর মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হচ্ছে মহামেডান স্পোর্টিং। তার আগে অ্যাওয়ে ম্যাচে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে জয় পেয়ে উজ্জীবিত সাদা-কালো বিগ্রেড।