দুই সপ্তাহে শেষ কলিঙ্গ সুপার কাপ! দেখুন বাংলার তিন প্রধানের সূচি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : একাধিক জল্পনার অবসান ঘটিয়ে সোমবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে আসন্ন কলিঙ্গ সুপার কাপের সূচি ঘোষণা করা হয়েছে। এবারের প্রতিযোগিতাটি শুরু হবে আগামী ২০ এপ্রিল, আর ফাইনাল হবে ৩ মে - অর্থাৎ ১৪ দিনে গোটা প্রতিযোগিতা আয়োজিত হবে ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে।
গোটা প্রতিযোগিতাই হবে নকআউট নিয়মে, যেখানে ২০ এপ্রিল প্রথম রাউন্ডে ইস্টবেঙ্গল এফসি মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে। একই দিনে মোহনবাগান সুপার জায়ান্ট মুখোমুখি হবে আইলিগের তৃতীয় স্থানাধিকারী দলের বিরুদ্ধে। যদিও ফেডারেশনের আপিল কমিটির সিদ্ধান্তের জন্য এখনও আইলিগের টেবিল চুড়ান্ত হয়নি, তবে আপাতত যে টেবিলে লিগ শেষ হয়েছে, তাতে রিয়াল কাশ্মীরের খেলার কথা মোহনবাগানের বিরুদ্ধে।
আরও পড়ুন -
এদিকে মহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে আগামী ২৪ এপ্রিল, নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। তবে গতবারের মত এবারেও মহামেডানের সুপার কাপ খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অনিশ্চয়তা রয়েছে রিয়াল কাশ্মীরের খেলা নিয়েও, যার ফলে প্রথম রাউন্ডে বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারে মোহনবাগানও।
২১ এপ্রিল এফসি গোয়া খেলবে আইলিগের দ্বিতীয় স্থানাধিকারী দলের সাথে, যা এই মুহুর্তে ইন্টার কাশী। একই দিনে ওড়িশা এফসি খেলবে পাঞ্জাব এফসির বিরুদ্ধে। ২৩ এপ্রিল বেঙ্গালুরু এফসি খেলবে আইলিগ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে, যা এই মুহুর্তে চার্চিল ব্রাদার্স। আর একই দিনে মুম্বাই সিটি এফসি খেলবে চেন্নাইন এফসির সাথে। আর ২৪ এপ্রিল জামশেদপুর এফসি খেলবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে।
২০ এপ্রিলে দুই ম্যাচের বিজয়ী দুই দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আগামী ২৬ এপ্রিল, সেক্ষেত্রে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হওয়ার সম্ভাবনা প্রবল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালও হবে ২৬ এপ্রিল। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনাল হবে ২৭ এপ্রিল। দুটি সেমি ফাইনাল হবে ৩০ এপ্রিল, আর ফাইনাল হবে ৩ মে।