এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইএসএলের সর্বোচ্চ গোলদাতার পর শ্রেষ্ঠ প্লেমেকারকে দলে নিল ইস্টবেঙ্গল। দুই বছরের চুক্তিতে লাল-হলুদ ব্রিগেডে সই করলেন ফ্রেঞ্চ তারকা মিডফিল্ডার মাদিহ তালাল। গত আইএসএলের সর্বোচ্চ অ্যাসিস্ট ছিল তালালের নামে। পাঞ্জাব এফসির হয়ে দুরন্ত ফুটবল খেলেন তিনি। ডুরান্ড কাপ, সুপার কাপ এবং আইএসএল তিনটি টুর্নামেন্টেরই সর্বোচ্চ গোলদাতা রয়েছেন লাল-হলুদ ব্রিগেডে। এবার তাঁদের গোলের জন্য পাস বাড়াতে দলে যোগ দিলেন তালাল।
দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল যে ফ্রান্সের এই মিডফিল্ডার নতুন মরশুমে খেলবেন ইস্টবেঙ্গলের হয়ে। এবার অপেক্ষার অবসান।
কুয়াদ্রাত বলেছেন, "গত আইএসএলে তালাল শ্রেষ্ঠ প্লে মেকার হয়েছিলেন, তাঁকে আমরা দলে নিতে পেরে আনন্দিত। তিনি দিয়ামান্টাকোস, ক্লেইটন, ডেভিড, মহেশ, নন্দ, বিষ্ণু, সায়ন এবং আমানের সাথে জুটি বেঁধে আমাদের আক্রমণ বিভাগে শক্তি বাড়াবেন। আমরা এই গুরুত্বপূর্ণ ডিলটি আমাদের পক্ষে করতে পেরে গর্বিত।"
অন্যদিকে ইস্টবেঙ্গলে যোগ দিয়ে তালাল বলেছেন, "ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদান বিশাল এবং এই কিংবদন্তি ক্লাবে আমার ভবিষ্যত জুড়তে পেরে আমি গর্বিত। আমি আমার দলের সতীর্থ এবং অসাধারণ সমর্থকদের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।"