এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মোহনবাগান সুপার জায়ান্টের রক্ষণে এবার তারকা ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ। দুই বছরের চুক্তিতে সবুজ-মেরুণ জার্সিতে সই করলেন আলবার্তো। ইন্দোনেশিয়ার চ্যাম্পিয়ন ক্লাব পার্সিব ব্যানডুং থেকে ভারতের চ্যাম্পিয়ন ক্লাবে এলেন আলবার্তো। ফলে আগামী মরশুমে স্কটিশ ডিফেন্ডার টম অলড্রেডের সাথে গত মরশুমে ইন্দোনেশিয়া লিগের সেরা ডিফেন্ডারের যুগলবন্দী দেখতে চলেছে মোহনবাগান, তা বলাই যায়।
আলবার্তো রডরিগেজকে আনার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছেন মোহনবাগানের নতুন হেড কোচ জোসে মোলিনা। আলবার্তোকে নিয়ে মোলিনা মোহনবাগান সুপার জায়ান্ট মিডিয়াকে জানিয়েছেন, "আলবার্তো এমন একজন সেন্টার ব্যাক যিনি নিজের শক্তি এবং আগ্রাসী মনোভাব নিয়ে রক্ষণ সামাল দিতে পারেন।"
আরও পড়ুন - বিশ্বকাপের সেলিব্রেশনের পরেই দেশ ছাড়লেন বিরাট কোহলি! কেন?
"তাঁর বড় গুণ রক্ষণের পাশাপাশি খুব সফল ভাবে আক্রমণ তৈরি করতে পারেন। তাঁর দুটি পা সমানভাবে কার্যকর। গত মরশুমে ইন্দোনেশিয়ার শীর্ষ লিগে নিজের ক্লাবকে চ্যাম্পিয়ন করানোর ক্ষেত্রে তাঁর অন্যতম প্রধান ভূমিকা ছিল। আমি খুশি যে ও উনি মোহনবাগান সুপার জায়ান্টের প্রস্তাবে শুরুতেই সাড়া দিয়েছেন এবং সেরা ক্লাবে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।"
এদিকে মোহনবাগানের মত ঐতিহ্যশালী ক্লাবে সই করতে পেরে আলবার্তো বলেছেন, "বেশ কয়েক বছর ধরে আমি আইএসএলের খেলাগুলির দিকে নজর রাখছিলাম। গত মরশুমে মোহনবাগান আইএসএলে যে আধিপত্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেটাও দেখেছি। তবে মোহনবাগানে আমার সই করার অন্যতম কারণ তাদের বিশাল আবেগপ্রবণ সদস্য সমর্থকেরা।"
"এমনিতেই মাঠ ভর্তি সমর্থকের সামনে খেলার সুযোগ পেলে আমার সেরা খেলাটা সব সময়ই বেরিয়ে আসে। এবং ভারতে এ ব্যাপারে মোহনবাগানের কোনও বিকল্প নেই। আবেগে এবং সমর্থনের ব্যাপারে সবুজ-মেরুণ সমর্থকরাই সেরা। আমার প্রধান লক্ষ্য চ্যাম্পিয়নের ট্রফি নিজেদের ধরে রাখা এবং যে প্রতিযোগিতাগুলো আমরা খেলব সেই ট্রফিগুলি জেতা। জয় মোহনবাগান।"