এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দুর্গোৎসবের আমেজ কাটিয়ে আসন্ন আইএসএলের মেগা ডার্বির প্রস্তুতিতে নেমে পরেছে বাংলার দুই বড় দল। একদিকে যখন কোচ জোসে মোলিনার তত্ত্বাবধানে পুরোদমে অনুশীলন করছেন জেমি-দিমিরা তখন অন্যদিকে স্বদেশি কোচ বিনো জর্জের তত্ত্বাবধানেই ডার্বির প্রস্তুতি শুরু ক্লেইটন-আনোয়ারদের।
কার্লেস কুয়াদ্রাত লাল হলুদ হেড কোচের পদ থেকে সরে দাড়ানোর পর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নতুন হেড কোচ হিসাবে বেছে নেয় অস্কার ব্রুজোকে। তবে কোচ পরিবর্তন হলেও বড় ম্যাচের বড় মঞ্চে লাল-হলুদ ব্রিগেড কি তাদের নতুন কোচকে পাবে ডাগআউটে?
খবর অনুযায়ী, স্প্যানিশ কোচ অস্কারের এখনও পর্যন্ত ভিসা সমস্যা মেটেনি, ফলে আগামী ১৯ অক্টোবর আইএসএল ডার্বির আগে লাল-হলুদ শিবিরে যোগদান করতে পারবেন কি না সেই নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
যদি অস্কার ডার্বির আগে কলকাতায় চলেও আসেন, স্বল্প সময়ের মধ্যে দলকে গুছিয়ে নেওয়াও একপ্রকার অসম্ভব। সেক্ষেত্রে তিনি থাকতে পারেন যুবভারতীর গ্যালারিতে।
তাহলে কি অস্কার ছাড়াই বড় মঞ্চে নামতে চলেছে ইস্টবেঙ্গল? যদি নতুন হেড কোচ ছাড়াই বড় ম্যাচ খেলে লাল-হলুদ ব্রিগেড সেক্ষেত্রে আইএসএল ডার্বিতে ইস্টবেঙ্গল ডাগআউটে কোচিং দায়িত্ব সামলাতে দেখা যাবে বিনো জর্জকেই।
প্রসঙ্গত কার্লেস কুয়াদ্রাত চলে যাওয়ার পর বিনো জর্জই এই দলের দায়িত্ব সামলাচ্ছেন। তাঁর তত্ত্বাবধানে জামশেদপুর ম্যাচও খেলে ইস্টবেঙ্গল। ফলে বড় ম্যাচে স্বদেশী কোচের উপরেই ভরসা রাখতে দেখা যেতে পারে লাল হলুদ জনতাকে।