এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মাত্র ১০০ গ্রাম ওজন বেশি হওয়ার কারণে নিশ্চিত পদক বাতিল হয়েছে ভিনেশ ফোগাটের। অসাধারণ পারফরম্যান্স করে মহিলা কুস্তি (৫০কেজি) ইভেন্টের ফাইনালে উঠলেও ফাইনালের দিন সকালে ওজন বেশি হওয়ার কারণে তাঁকে ইভেন্ট থেকে বাদ দেয় অলিম্পিক সংস্থা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ভিনেশ ফোগাট এবং আইওএ সিএএস এর কাছে রুপোর পদকের আবেদন করে। খবর অনুযায়ী, এই বিষয়ে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টের (সিএএস) সামনে প্রতিনিধিত্ব করবেন বিখ্যাত ভারতীয় আইনজীবী হরিশ সালভে।
শুক্রবার সিএএস শুনানিতে ভারতীয় অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের (আইওএ) প্রতিনিধিত্ব করবেন ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল তথা প্রখ্যাত আইনজীবী হরিশ সালভে এবং বিদুশপত সিংঘানিয়া। শুক্রবার ভারতীয় সময় দুপুর ২টোয় শুনানি শুরু হবে বলে জানা যায়।
ভারতীয় অলিম্পিক এসোসিয়েশনের তরফে দাবি করা হচ্ছে যে ভিনেশ ইভেন্টের প্রথমদিন সঠিক ওজনে তিনটি লড়াই জেতে এবং পদক নিশ্চিত করেন। সেই কারণে তাঁকে রুপোর পদক দেওয়া উচিত।
আইওএ এর তরফে আরও জানানো হয়েছে যে ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং এর নিয়মানুযায়ী কোনো খেলোয়াড় যদি প্রতিযোগিতার দুইদিনই সঠিক ওজনের মধ্যে না থাকেন তখন তাঁকে ইভেন্ট থেকে বাতিল করা হগ। ভিনেশ প্রথম দিন ৫০ কেজি ওজনের সীমা অতিক্রম করেননি। বুধবার আইওএ সভাপতি পিটি উষা এবং ভারতীয় কুস্তি ফেডারেশন সভাপতি সঞ্জয় সিং ইউনাইটেড ওয়ার্ল্ড রেস্টলিং সভাপতি নেনাদ লালোভিচের কাছে অনুরোধ করেছিলেন যাতে ভিনেশকে প্রথম দিনের ফলাফল থেকে বঞ্চিত না করা হয়। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টের রায় কী হবে সেই দিকেই তাকিয়ে গোটা ভারতবাসী।