এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমের শুরুতে সকলকে চমকে দিয়ে এফসি বার্সিলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইনে আসেন লিওনেল মেসি। তবে বার্সিলোনার মত ম্যাজিক পিএসজিতে ধারাবাহিকভাবে দেখাতে পারছেন না। এখনও প্যারিসে সেভাবে নিজেকে মানিয়ে নিতে পারেননি লিও।
আর এই তথ্য তুলে ধরেছেন মেসির প্রাক্তন বার্সিলোনার সতীর্থ তথা উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুই সুয়ারেজ। ২১ বছর পর বার্সিলোনা থেকে প্যারিসে গিয়ে সেখানকার পরিবেশে মানিয়ে নিতে পারছেন না মেসি, বিশেষ করে ঠান্ডা আবহাওয়ায়, এমনই দাবি সুয়ারেজের। আর এই নিয়ে মেসি স্বয়ং তার সাথে কথা বলেছেন, জানিয়েছেন সুয়ারেজ।
দীর্ঘ সাত বছর এক সাথে খেলা সুয়ারেজ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, "আমরা রোজ কথা বলি, আমরা সব সময় চেষ্টা করি কোনওরকম প্রত্যাশা থেকে দূরে থাকতে কারণ আমরা খেলোয়াড় এবং আমরা জানি এই মুহুর্তগুলিতে কিভাবে প্রতিক্রিয়া দিতে হবে। আমরা ম্যাচ নিয়ে কথা বলি, পরিবার নিয়ে কথা বলি।"
"ও আমায় বলেছে যে ও ঠান্ডায় খেলছে, আর এর সাথে বরফ আসায় ওর অসুবিধা হচ্ছে। সেখানকার ঠান্ডা আবহাওয়া কেমন সেই বুঝে সেটির সাথে মানিয়ে নিতে হবে।"
৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন সুপারস্টার নিজের প্রথম ১২ ম্যাচে চার গোল ও তিন অ্যাসিস্ট করেছে। যার মধ্যে লিগ ওয়ানে কেবল একটি গোলই রয়েছে।