আটালান্টা - ২ (জোসেপ ইলিসিচ, ডুভান জাপাটা)
ম্যানচেস্টার ইউনাইটেড - ২ (ক্রিশ্চিয়ানো রোনাল্ডো - ২)
এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রেড ডেভিলসের হয়ে যেন তিনিই ত্রাতা, তিনিই ভাগ্য বিধাতা। আবারও চমক দেখালেন মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ। অতিরিক্ত সময়ে নাটকীয় গোল করে আটালান্টার কাছে ম্যানচেস্টার ইউনাইটেডের হার বাঁচালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
১২ মিনিটে ডুভান জাপাটার লো ক্রসে ডাভিড ডে গিয়ার তলা দিয়ে গোল করে দেন জোসেপ ইলিসিচ। তবে প্রথমার্ধের শেষের দিকে সমতা ফিরিয়ে আনেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইউনাইটেডের পাসিং ফুটবলে আক্রমণে উঠে, শেষে ব্রুনো ফার্নান্ডেজের দুর্দান্ত ব্যাকহিলে বল পেয়ে গোল করেন রোনাল্ডো।
এরপর ৫৬ মিনিটে হ্যারি ম্যাগুইয়রকে টপকে জাপাটা গোল করে এগিয়ে দেন আটালান্টাকে। কিন্তু সেই সময় লাইন্সম্যান অফ সাইডের সিদ্ধান্ত জানালেও ভিএআরে তা ন্যায্য গোল হিসেবে বিবেচিত হয়। তবে খেলা শেষের অতিরিক্ত সময়ে গোল করেন রোনাল্ডো। দুরন্ত ভলিতে আবারও গোল করে সমতায় ফেরান সিআর সেভেন, কিন্তু ভিএআরে মেসন গ্রিনউডের হ্যান্ডবল চেক করা হয়, যার জেরে উৎসব কিছুটা আটকে ছিল। এরপর তা ন্যায্য গোল হিসেবে বিবেচিত হলে উদযাপন শুরু হয়।
নিঃসন্দেহে অ্যাওয়ে ম্যাচে বড়সড় হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড। রোনাল্ডোর শেষ ১৩ গোলের মধ্যে ১০ গোল হয় শেষ মিনিটে করেছেন, নইলে সেই গোলে এগিয়ে গিয়েছে ইউনাটেড।