এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : টোকিও অলিম্পিকে জ্যাভেলিন থ্রোয়ে সোনা জিতে ইতিহাস তৈরি করেছিলেন নীরাজ চোপড়া। ৮৭.৫৮ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন নীরাজ, আর তার পর থেকেই ভারতীয় ক্রীড়ার পোস্টার বয় হয়ে যান হরিয়ানার এই অ্যাথলিট। তবে এখানেই ক্ষান্ত নন নীরাজ।
এখন তার লক্ষ্য ৯০ মিটারের কঠিন লক্ষ্য পার করা। নিজের কেরিয়ারে ৮৮.০৭ এর সেরা থ্রো করেছিলেন নীরাজ। তবে এখন লক্ষ্য, সেই ৯০ মিটারের মাইলস্টোনকে ছোঁয়া।
এই নিয়ে এক সাক্ষাৎকারে নীরাজ বলেছেন, "জ্যাভেলিনে, প্রতিটি ইভেন্টে দুরত্ব পাল্টাতে থাকে। হ্যাঁ, প্রত্যাশা (৯০ মিটারের মার্ক ছোঁয়া) অনেকটাই বেড়ে গিয়েছে, এবং আমি বিশ্বাস করি সেই দিনটি খুব দূরে নেই। তবে পুরোটাই নির্ভর করছে প্রতিযোগিতার দিন আমার শরীর কেমন সাড়া দিচ্ছে, আর আমি বিশ্বাস করি প্রতিটি টুর্নামেন্টে নিজের শতভাগ দেওয়ার।"
"আমি ইতিমধ্যেই ৮৮.০৭ মিটার ছুঁড়েছি, তাই এটি কয়েক মিটারের ব্যাপার, কিন্তু পুরো প্রক্রিয়াই আপনার ফিটনেস ও পরিস্থিতির উপর নির্ভর করছে আপনি কোথায় ছুঁড়ছেন। গত কয়েক বছরে, আমি ভালো ছন্দে ছিলাম কিন্তু তা সত্ত্বেও ঐ জায়গায় পৌঁছতে পারছিলাম না। আশা করি শীঘ্রই সেখানে পৌঁছব।"